কলকাতা: ক্যামেরার লেন্স বারবার খুঁজে চলেছিল তাঁদের। গেটের বাইরে দাঁড়ানো সমর্থকদের মোবাইলও তৈরি ছিল কখন একঝলক ২ জনকে দেখা যাবে। গতকাল তাঁরা অনুশীলনে আসেননি কেউই। এদিন এলেন, দেখলেন আর জয় করলেন যেন। আগামীকাল ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম আরসিবি ম্যাচ। আর তার আগে এদিন অনুশীলন জুড়ে শুধুই বিরাট-রাসেল দ্বৈরথ। মাঠের ২ ধারের নেটে ২ দলের ক্রিকেটাররা অনুশীলন সারছিলেন। আর মাঠের মাঝখানে ২ টো নেটে পাশাপাশি ব্যাটিং অনুশীলন সারলেন কিং কোহলি ও দ্রে রাস।


এদিন মাঠে ঢোকার পর প্রথমেই মাঝের নেটে চলে যান বিরাট। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ পিচ দেখেন তিনি। এরপরই মাঝের নেটে ব্যাটিং অনুশীলন শুরু। কখনও করণ শর্মা তো কখনও হর্ষল পটেল ও মহম্মদ সিরাজকে ডেকে নিলেন। এরপর চলল টানা প্রায় ৪০ মিনিট ধরে মাঝের নেটে অনুশীলন। তার আগে অবশ্য বেশ কিছুক্ষণ রানিং ও থ্রো ডাউন প্র্যাক্টিস করছিলেন। বিরাট মাঝের ক্রিজে আসার কিছুক্ষণ পরেই পাশের নেটে আসেন আন্দ্রে রাসেলও। 


২ জনেই দুর্দান্ত ছন্দে রয়েছেন চলতি আইপিএলের শুরু থেকেই। প্রথম ম্যাচে অর্ধশতরান হাঁকিয়ে দলকে জিতিয়েছেন বিরাট কােহলি। অন্যদিকে যদিও ঝোড়াে ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি আন্দ্রে রাসেল। এদিন দুজনেই পাশাপাশি একের পর এক বলে ছক্কা হাঁকালেন। একে অপরকে পাশের নেটে দেখে যেন আরও তেতে গেলেন। রাসেলের একটি শট তো উল্টোদিকের গ্যালারিতে গিয়ে পড়ল। '


নতুন হেয়ারস্টাইলে চমক রাসেলের


চার বছর পর ফের এক এপ্রিল। ইডেন গার্ডেন্সে ফের নামছেন তিনি। আন্দ্রে রাসেল (Andre Russell)। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য সমর্থকেরা যাঁকে মাসল রাসেল বলে ডাকেন।  আর পয়মন্ত ইডেনে ক্যারিবিয়ান সুপারস্টার নামছেন নতুন চেহারায়। হেয়ারস্টাইল বদলে ফেলেছেন রাসেল। বলা ভাল, চুলে নতুন রং করিয়েছেন। তাঁর সেই কালো মোহক গায়েব। মাথার ওপর খেলা করছে সাদা মোহক। যে কোনও টুর্নামেন্টে হেয়ারস্টাইল বদলে নামার রেওয়াজ মেনে চলেন রাসেল। । এবারও তার অন্যথা হয়নি। তবে নাইট ভক্তদের বেশি প্রভাবিত করবে রাসেলের বাইশ গজের ছন্দ। প্রথম ম্যাচে মোহালিতে দলকে জেতাতে পারেননি। কিন্তু যতক্ষণ ক্রিজে ছিলেন, পাঞ্জাব কিংসের বোলাররা আতঙ্কে ছিলেন। ১৯ বলে ৩৫ রান করে আউট হন রাসেল। আউট হওয়ার পর যেভাবে প্যাডে ব্যাট আছড়ে হতাশা ব্যক্ত করেছিলেন, বোঝাই গিয়েছিল বড় রান করতে কতটা মরিয়া হয়ে রয়েছেন তিনি।