দুবাই: গত মরশুমে তিনি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (RCB)। ডেথ ওভারে যে কোনও দলের সম্পদ। তাঁর স্লোয়ার সামলাতে হিমশিম খান বিশ্বের তাবড় ব্যাটাররা। সেই হর্ষল পটেলকে (Harshal Patel) নিয়ে মঙ্গলবারের নিলামে দড়ি টানাটানি চলল গুজরাত টাইটান্স ও পাঞ্জাব কিংসের। 


নিলামে হর্ষলের ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। তাঁর নাম উঠতেই দর হাঁকতে শুরু করে গুজরাত। যারা এবার নতুন করে দল সাজাচ্ছে। তাদের আইপিএল জয়ী অধিনায়ক হার্দিক পাণ্ড্য গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। শুভমন গিল এবার নেতৃত্ব দেবেন গুজরাতকে। তরুণ অধিনায়কের নেতৃত্বে নতুন করে দল গুছিয়ে নিচে চায় গুজরাত।


তবে হর্ষলের জন্য দর হাঁকতে শুরু করে পাঞ্জাব কিংসও। মঙ্গলবার দুবাইয়ের কোকা কোলা এরিনায় যাদের নিলামের টেবিল আলো করে বসেছিলেন দলের অন্যতম মালকিন প্রীতি জিন্টা। শেষ পর্যন্ত প্রীতির মুখের হাসিই আরও চওড়া হল। কারণ, ১১ কোটি ৭৫ লক্ষ টাকায় হর্ষলকে তুলে নিল পাঞ্জাব। হরিয়ানার মিডিয়াম পেসারই এখনও পর্যন্ত চলতি মিনি অকশনে সবচেয়ে বেশি দাম পাওয়া ভারতীয় ক্রিকেটার।


নিলামে একদিনে জোড়া রেকর্ড হল। প্যাট কামিন্সকে রেকর্ড ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কেনে সানরাইজার্স হায়দরাবাদ। স্যাম কারানের রেকর্ড ভেঙে তিনিই হন আইপিএলের ইতিহাসে ধনীতম ক্রিকেটার। তবে মঙ্গলবার যে সেই রেকর্ডও ভেঙে গিয়ে নতুন মাইলফলক তৈরি হবে, অনেকে কল্পনাও করেননি। একজন বিদেশি পেসারের জন্য যে ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স (KKR), সেই ইঙ্গিত ছিলই। কিন্তু প্যাট কামিন্সকে নিয়ে যখন দড়ি টানাটানিতে গেল না নাইটরা, অনেকেই ভেবেছিলেন, হয়তো কৌশল বদলেছে কেকেআর।


কিন্তু কেকেআর ঝাঁপাল মিচেল স্টার্ককে (Mitchell Starc) পেতে। তীব্র লড়াই হল গুজরাত টাইটান্সের সঙ্গে। এবং রেকর্ড দাম উঠল বাঁহাতি পেসারের।যেদিন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স রেকর্ড অর্থে, ২০ কোটি ৫০ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিলেন, সেদিন নতুন কীর্তি গড়লেন স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়ে উঠলেন স্টার্ক। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল কেকেআর


নিলামে অজ়ি পেসারের ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। কিন্তু অজ়ি পেসার হয়তো নিজেও ভাবেননি যে, তিনি আইপিএলে আগের সব রেকর্ড ভেঙে দেবেন। 


আরও পড়ুন: আইপিএল নিলামের সমস্ত আপডেট জানতে ক্লিক করুন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে