মুম্বই: ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন। কিন্তু তবুও রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে আইপিএলের নতুন মরসুমের আগে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক বেছে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। যা একেবারেই ভালভাবে নিতে পারছেন না সমর্থকদের একাংশ। ক্ষোভের আগুনও ছড়িয়েছে চারিদিকে। সোশ্য়াল মিডিয়াতেও প্রভাব পড়েছে। হার্দিক কি সফ হতে পারবেন মুম্বই অধিনায়ক হিসেবে? সুনীল গাওস্কর(Sunil Gavaskar) অবশ্য হার্দিককে অধিনায়ক করার বিষয়টাতে কোনও নেতিবাচক কিছু দেখতে পাচ্ছেন না। তিনি বলছেন, ''মুম্বই ফ্র্যাঞ্চাইজি হয়ত নতুন কোনও মাথা খুঁজছিল। নতুন ভাবনা চিন্তা যে নিয়ে আসতে পারবে দলে, এমন কাউকে চাইছিল ওরা। আমি জানি না হার্দিককে অধিনায়ক করাটা কতটা সঠিক না বেঠিক সিদ্ধান্ত। এটা পুরোটাই ফ্র্যাঞ্চাইজির ব্য়ক্তিগত বিষয়।''


লিটল মাস্টার আরো বলে,ন ''গত মরসুমে রোহিত শর্মা খুব একটা ভাল ব্যাটিং করতে পারেনি। গত ২ মরসুমে মুম্বইয়ের পরিস্থিতিও খুব একটা ভাল ছিল না। এই পরিস্থিতিতে রোহিতও কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল। দেশের জার্সিতে টানা খেলে গিয়েছে ও। অধিনায়কত্ব করছে ভারতের। ফলে মুম্বই ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল নতুন কোনও মাথা।''


গত ১৫ ডিসেম্বর মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ফ্র্যাঞ্চাইজির তরফে ঘোষণা করে দেওয়া হয় যে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) আগামী মরসুমে দলের অধিনায়ক। রোহিত শর্মাকে (Rohit Sharma) ছাঁটাই করে হার্দিককে অধিনায়ক বেছে নেওয়া, বিষয়টা একেবারেই ভালভাবে নেননি এমআইয়ের সমর্থকরা। এমনকী রোহিতের সমর্থকরাও সোচ্চার হয়েছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে। ২০১৩ সাল থেকে মুম্বইয়ের নেতৃত্বভার সামলেছেন। পাঁচটি ট্রফি এনে দিয়েছেন গত ১০ বছরে। তার পরও এমন ব্যবহারই কি প্রাপ্য ছিল হিটম্যানের? সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে অসংখ্য ফলোয়ার সংখ্যা কমে গিয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজির। এবার রোহিতের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। 


এক সাক্ষাৎকারে পাঠান বলেন, ''রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের প্রাণভোমরা। আমার মনে হয় সিএসকে শিবিরে যেমন ধোনি, তেমনই মুম্বই শিবিরে রোহিত। ও এই দলটাকে নেতৃত্ব দিয়েছে বিগত ১০ বছর ধরে। এমনকী এই দলটা ও নিজের হাতে করে গড়েছে। নিজের রক্ত, ঘাম, পরিশ্রম সব কিছু করেছে এই দলটাকে তৈরি করার জন্য। দলীয় বৈঠকে সবসময় উপস্থিত থাকা থেকে শুরু করে এই দলটার জন্য যে কোনও বিষয়ে নিজেকে এগিয়ে রেখেছে সব সময়।''