ধর্মশালা: পাঞ্জাবের বিরুদ্ধে ম্য়াচ জিতে আইপিএলের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। দলকে চলতি মরশুমে দুর্দান্তভাবে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড। প্লে অফের দৌড়ে তো দল রয়েইছে। এমনকী নিজে ব্যাট হাতেও অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। একে থাকা বিরাট কোহলির থেকে মাত্র ১ রান কম তাঁর ঝুলিতে। পাঞ্জাবের বিরুদ্ধে ব্যাট হাতে বড় রান করতে না পারলেও ২১ বলে ৩২ রানের ইনিংস খেলেন ডানহাতি ওপেনার। নিজের ইনিংসে চারটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান রুতুরাজ। আর এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই তিনি টেক্কা দিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে। 


আইপিএলের ইতিহাসে সচিন তেন্ডুলকর ২০০৮-২০১৩ পর্যন্ত খেলেছেন। এই সময়কালে তিনি ৭৮ ম্য়াচ খেলে ২৩৩৪ রান করেছেন। ৩৪.৮৩ গড়ে ব্যাটিং করেছেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১১৯। একটি শতরান হাঁকিয়েছিলেন সচিন তাঁর আইপিএল কেরিয়ারে। রুতুরাজের টুর্নামেন্টে রানের বিচারে টেক্কা দিয়ে দিলেন সচিনকে। এখনও পর্যন্ত আইপিএলে রুতুরাজ ৬৩ ম্য়াচ খেলেছেন। ২৩৩৮ রান ঝুলিতে পুরেছেন সিএসকে অধিনায়ক। ৪২.৫০ গড়ে ব্যাটিং করেছেন তিনি। দুটো শতরান ও ১৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। ১৩৮.০১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন রুতুরাজ। এই তালিকায় সবার ওপরে রয়েছেন বিরাট কোহলি। ২৪৮ ম্য়াচে ৭৮০৫ রান করেছেন কোহলি। তিনি এবারও অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষএ রয়েছেন এখনও পর্যন্ত ৫৪২ রান করে। রুতুরাজ ৫৪১ রান করেছেন। অপরাজিত ১১৩ তাঁর আইপিএল কেরিয়ারের সর্বােচ্চ স্কোর।


 






এদিন পাঞ্জাবের বিরুদ্ধে ব্যাট করতে নেমে শুরুতে ১৬৭ রানে শেষ হয়ে গিয়েছিল সিএসকের ইনিংস। জবাবে রান তাড়া করতে নেমে ১৩৯ রানের বেশি বোর্ডে যোগ করতে পারেনি পাঞ্জাব শিবির। ব্যাট ও বল হাতে একাই ম্য়াচ জেতানো পারফরম্য়ান্স করেন রবীন্দ্র জাডেজা। প্রথমে ব্যাট হাতে ২১ বলে ৪৩ রানের ইনিংস খেলেন জাডেজা। পরে বল হাতে নিজের চার ওভারের স্পেলে ২০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন জাডেজা। এই ম্য়াচ ২৮ রানে জিতে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে আসে সিএসকে।