বেঙ্গালুরু: গ্লেন ম্য়াক্সওয়েলকে (Glenn Maxwell) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থিব পটেল। আরসিবির তারকা অলরাউন্ডারকে টুর্নামেন্টের অন্যতম 'ওভাররেটেড প্লেয়ার' বলে জানালেন প্রাক্তন উইকেট কিপার ব্যাটার। আরসিবির জার্সিতে চলতি মরশুমে একেবারেই নিজের ফর্মের ধারেকাছে নেই ম্য়াক্সওয়েল। গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে ৩ বলে চার রান করেছিলেন অজি অলরাউন্ডার। ১৩৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন ম্য়াক্সওয়েল। আর তিনি আউট হওয়ার পরই এমন মন্তব্য করেন পার্থিব। যদিও ম্য়াচটি ৪ উইকেটে জিতে যায় আরসিবি।
গুজরাত বনাম আরসিবি ম্য়াচের পরই নিজের সোশ্য়াল মিডিয়ায় পার্থিব লেখেন, ''গ্লেন ম্য়াক্সওয়েল, আইপিএলের ইতিহাসে অন্যতম একজন ওভাররেটেড প্লেয়ার।'' উল্লেখ্য, চলতি আইপিএলে আট ম্য়াচে খেলতে নেমে ম্য়াক্সওয়েল এখনও পর্যন্ত মাত্র ১০৪ রান করেছেন। ৮.৩৩ ইকনমি রেটে ৫ উইকেট ঝুলিতে পুরেছেন।
সেদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। একটা সময় ১৯ রানের বিনিময়ে ৩ উইকেট খুঁইয়ে বসেছিল গুজরাত। সেখান থেকে ডেভিড মিলার ও শাহরুখ খান মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। মিলার ৩০ ও শাহরুখ ৩৭ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে রাহুল তেওয়াটিয়া ৩৫ ও রাশিদ খান ১৮ রান করেন। ১৪৭ রান বোর্ডে তুলতে পারে গুজরাত নির্ধারিত ২০ ওভারে।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন আরসিবি অধিনায়ক ফাফ ও বিরাট। ডু প্লেসি ৬৪ রানের ইনিংস খেলেন। বিরাট ৪২ রান করেন। দু জনে মিলে ৯২ রানের পার্টনারশিপ গড়ে তোলন। সেখানেই জয়ের ভিত গড়ে দেন তারা। উইল জ্যাকস, রজত পাতিদার, ম্য়াক্সওয়েল ও ক্যামেরন গ্রিন কেউই রান পাননি। দীনেশ কার্তিক ১২ বলে ২১ রান করে অপরাজিত থেকে যান। স্বপ্নিল সিংহ ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্য়াচের সেরা নির্বাচিত হন মহম্মদ সিরাজ। এই জয়ের ফলে প্লে অফের দৌড়েও টিকে রয়েছে আরসিবি। যদিও তাদের নিজেদের সব ম্য়াচ তো জিততেই হবে, বাকিদের দিকেও তাকিয়ে থাকতে হবে।