CSK vs SRH LIVE Score: মরশুমে প্রথমবার অল আউট সানরাইজার্স, ৭৮ রানে কামিন্সদের হারাল সিএসকে

IPL 2024 CSK vs SRH LIVE Score: মরশুমে দুই দলের প্রথম সাক্ষাৎকারে সিএসকেকে ছয় উইকেটে হারিয়েছিল সানরাইজার্স।

ABP Ananda Last Updated: 28 Apr 2024 11:40 PM
CSK vs SRH LIVE Updates: হলুদ ব্রিগেডের জয়

উনাদকাটকে সাজঘরে ফেরালেন মুস্তাফিজুর রহমান। ১৩৪ রানেই শেষ হল সানরাইজার্সের লড়াই। ৭৮ রানে জয় পেল সিএসকে।

CSK vs SRH LIVE: দুরন্ত পাথিরানা

অনবদ্য ইয়র্কারে সেট মারক্রামের মিডল স্টাম্প উপড়ে ফেললেন মাথিশা পাথিরানা। লঙ্কান ফাস্ট বোলারের ১৪৭ কিমি প্রতি ঘন্টার বলার কোনও জবাব ছিল না মারক্রামের কাছে। ৩২ রানে ফিরলেন তিনি। ৮৫ রানে পঞ্চম উইকেট হারিয়ে বিরাট বিপাকে সানরাইজার্স।

CSK vs SRH LIVE Updates: চাপে সানরাইজার্স

ইনিংসের মাঝপথে সানরাইজার্সের স্কোর চার উইকেটের বিনিময়ে ৭৮ রান। শুরুতেই পরপর উইকেট হারানোয় সানরাইজার্সকে কিন্তু এখনও নিজেদের স্বভাবচিত বিধ্বংসী ব্যাটিং করতে দেখা যায়নি। বর্তমানে এইডেন মারক্রাম ৩১ ও হেনরিখ ক্লাসেন তিন রানে অপরাজিত রয়েছেন। শেষ ১০ ওভারে তাঁদের জিততে হলে আরও ১৩৫ রানের প্রয়োজন। চ্যালেঞ্জটা যে কঠিন, তা বলাই বাহুল্য। 

CSK vs SRH LIVE: তুষারের তৃতীয় সাফল্য

আরও চাপে পড়ে গেল সানরাইজার্স। হ্যাটট্রিক হয়নি। তবে নিজের দ্বিতীয় ওভারেই বল হাতে তৃতীয় উইকেট নিলেন তুষার। এবার তাঁর শিকার অভিষেক শর্মা। ১৫ রানে আউট হলেন সানরাইজার্স ওপেনার। চার ওভার শেষে স্কোর ৪২/৩। 

CSK vs SRH LIVE Updates: বিরাট সাফল্য

ট্র্যাভিস হেডকে মাত্র ১৩ রানে ফেরালেন তুষার দেশপাণ্ডে। শুরুতেই বিধ্বংসী অজ়িকে ফিরিয়ে বিরাট সাফল্য সিএসকের। ২১ রানে প্রথম উইকেট হারায় সানরাইজার্স। ঠিক তার পরের বলেই ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে নামা আনমোলপ্রীত সিংহকেও ফেরালেন তিনি। দুই ওভার শেষে সানরাইজার্সের স্কোর ২১/২। 

CSK vs SRH LIVE: ১২ রানের ওভার

প্রথম বলেই ক্যাচ তুলেছিলেন ধোনি। অল্পের জন্য তা হাতছাড়া হয়ে বাউন্ডারি পার করে। তিনি পাঁচ রানে অপরাজিত রইলেন। দুবে করলেন ৩৯ রান। সিএসকে তিন উইকেটে ২১২ রান তুলল।

CSK vs SRH LIVE Updates: শতরান হাতছাড়া

পরপর ম্যাচে শতরান হাঁকানো হল না রুতুরাজের। ৯৮ রানে ইনিংসের শেষ ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হলেন সিএসকে অধিনায়ক। তাঁর আউট হতেই অবশ্য চিপকে উপস্থিত জনগণের উচ্ছ্বাস বাঁধ ভাঙল। কারণ অবশ্যই ব্যাটে ধোনির আগমন। 

CSK vs SRH LIVE: দ্বিতীয় শতরানের পথে অগ্রসর রুতু

মরশুমে নিজের দ্বিতীয় শতরানের দিকে অগ্রসর রুতুরাজ গায়কোয়াড়। তিনি ৯৩ রানে ব্যাট করছেন। ১৮ ওভার শেষে সিএসকের স্কোর ১৯২/২।

CSK vs SRH LIVE Updates: দ্বিতীয় সাফল্য

অবশেষে শতাধিক রানের দ্বিতীয় উইকেটের পার্টনারশিপ ভাঙল। হাফসেঞ্চুরি করে সাজঘরে ফিরলেন ড্যারেল মিচেল। জয়দেব উনাদকাটের ফুলটস বলে বড় শট হাঁকাতে গিয়ে ৫২ রানে সাজঘরে ফিরতে হল তাঁকে। ১২৬ রানে দ্বিতীয় উইকেট হারাল সিএসকে।

CSK vs SRH LIVE: শতরানের গণ্ডি পার

১১তম ওভারে দলগত সেঞ্চুরি পূরণ করল সিএসকে। মিচেল এবং রুতুরাজ গায়কোয়াড় উভয়েই বেশ ভাল ছন্দে রয়েছেন। রুতুরাজ ৫৮ ও মিচেল ৪৫ রানে ব্যাট করছেন। ১২ ওভার শেষে সিএসকের স্কোর ১১৫/১।

CSK vs SRH LIVE Updates: রুতুর অর্ধশতরান

২৭ বলে অর্ধশতরানের গণ্ডি পার করলেন রুতুরাজ গায়কোয়াড়। নয় ওভার শেষে সিএসকের স্কোর ৮২/১। রুতুরাজ ৫১ ও ড্যারেল মিচেল ২০ রানে ব্যাট করছেন।

CSK vs SRH LIVE: পাওয়ার প্লেতে হাফসেঞ্চুরি

পাওয়ার প্লের ছয় ওভার শেষে এক উইকেট হারিয়ে ৫০ রানের গণ্ডি পার করল সিএসকে।  

CSK vs SRH LIVE Updates: রাহানের হতাশাজনক আইপিএল অব্যাহত

অজিঙ্ক রাহানের হতাশাজনক আইপিএল অব্যাহত রইল। ১২ বলে নয় রান করে আউট হলেন রাহানে। ভুবনেশ্বর কুমারকে বড় শট হাঁকাতে গিয়ে ডিপ মিড উইকেটে শাহবাজ আমেদের হাতে ধরা পড়েন তিনি। এই নিয়ে রাহানেকে সপ্তমবার আউট করলেন ভুবি।  

CSK vs SRH LIVE: ভাল শুরু

ইনিংসের প্রথম দুই সিএসকে ব্যাটারদের হাত খোলার তেমন সুযোগ দিলেন না সানরাইজার্সের দুই ওপেনিং বোলার ভুবনেশ্বর কুমার ও নীতীশ কুমার রেড্ডি। দুই ওভার শেষে হলুদ ব্রিগেডের স্কোর বিনা উইকেটে ১৩ রান।

CSK vs SRH LIVE Updates: দলে ফিরলেন রাহানে

হালকা চোট সারিয়ে সিএসকের একাদশে ফিরলেন রাহানে। তিনিই রুতুরাজের সঙ্গে ওপেন করবেন। তবে থিকসানা বা স্যান্টনার দলে জায়গা পেলেন না। সানরাইজার্সের একাদশ থেকে বাদ পড়লেন ময়ঙ্ক মারকাণ্ডে।

CSK vs SRH LIVE: টস জিতলেন কামিন্স

সিএসকের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স।

প্রেক্ষাপট

চেন্নাই:


আইপিএলের (IPL 2024) প্লে-অফের দৌড়ে থাকা দুই দল চিপকে আজ দুই ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) রবিবাসরীয় মহামোকাবিলায় জয় পেলে কেকেআরকে পিছনে ফেলে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে আসবে। অপরদিকে, চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দুই পয়েন্ট পেয়ে প্রথম চারে প্রবেশ করতে পারে। ফলে দুই দলের ক্ষেত্রেই এই ম্যাচের দুই পয়েন্ট বেশ গুরুত্বপূর্ণ।


সিএসকের এ মরশুমে ঘরের মাঠে অপ্রতিরোধ্য থাকার রেকর্ড গত ম্যাচেই ভেঙে চুরমার হয়েছে। মার্কাস স্টোইনিসের অনবদ্য শতরানে হলুদ ব্রিগেড ২১১ রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়। অপরদিকেস সানরাইজার্সও নাগাড়ে চার ম্যাচ জিতে দুরন্ত ছন্দে এগিয়ে যাচ্ছিল। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩৫ রানে পরাজিত হতে হয়েছে নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজিকে। অর্থাৎ দুই ফ্র্যাঞ্চাইজিই জয়ের সরণিতে ফিরতে মরিয়া হয়ে মাঠে নামবে আজ।   


সানরাইজার্স কিন্তু এ মরশুমে ইতিমধ্যেই একবার সিএসকেকে হারিয়েছে। বলা ভাল হেলায় হারিয়েছিল। উপ্পলে ১৬৬ রান তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতে ছয় উইকেটেই ম্যাচ জিতে নিয়েছিল সানরাইজার্স। সেক্ষেত্রে সিএসকের বিরুদ্ধে সিজন ডবল করার সুযোগ কামিন্সদের সামনে।  


দুই দলেই একগুচ্ছ তারকা। কিন্তু ম্য়াচটা মূলত সানরাইজার্স হায়দারাবাদের ব্যাটিং বনাম সিএসকের বোলিংয়ের হতে চলেছে বলে মনে করছেন অনেকে। চলতি মরশুমে দুই বার টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছে সানরাইজার্স। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেনদের নিয়ে তৈরি ব্যাটিং লাইন আপ, যে কোনও বোলিং আক্রমণের রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। এক্ষেত্রে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে চেন্নাইতে যেমন মন্থর গতির পিচ দেখা গিয়েছিল, সেই পিচে খেলে হেডদের বেগ দেওয়ার পরিকল্পনা করতে পারে সিএসকে। 


জাডেজা, মঈন আলি, থিকসানাদের নিয়ে তৈরি হলুদ ব্রিগেডের স্পিন আক্রমণ বিভাগ কিন্তু বেশ শক্তিশালী। উপরন্তু, গত ম্যাচেই হেড উইল জ্যাকসের স্পিন বোলিংয়ের বিরুদ্ধে আউট হয়েছেন। তাই শুরুতেই হেডের বিরুদ্ধে স্পিন হাতিয়ার নিক্ষেপ করতে পারে হলুদ ব্রিগেড। পরে শিশিরের প্রভাব লক্ষ্য করা যেতে পারে। তাই স্পিনারদের কাজে লাগাতে দুই দলই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে। রবিবাসরীয় সন্ধেতে যে এক হাড্ডাহাড্ডি লড়াই অপেক্ষা করে রয়েছে, তা বলাই বাহুল্য।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.