বিশাখাপত্তনম: ডব্লিউপিএলের (WPL) ম্যাচ হয়েছে বলে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠ এখনও তৈরি নয়। মাঠের পরিচর্যার কাজ হচ্ছে। যে কারণে আইপিএলে (IPL 2024) নিজেদের প্রথম দুই হোম ম্যাচ বিশাখাপত্তনমে খেলতে হচ্ছে ঋষভ পন্থদের (Rishabh Pant)। অন্ধ্র প্রদেশ ক্রিকেট সংস্থার স্টেডিয়ামেই অবশ্য ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে দিল্লির। পরপর দুই ম্যাচে হেরে যে দলের আইপিএলের শুরুতেই ভেন্টিলেশনে ঢুকে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই দিল্লি বিশাখাপত্তনমেই ঘুরে দাঁড়িয়েছে। প্রথম হোম ম্যাচে হারিয়ে দিয়েছে শক্তিশালী চেন্নাই সুপার কিংসকে। বুধবার সেই মাঠেই ঋষভ পন্থদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। যারা পরপর দুই ম্যাচ জিতে এসেছে।
বুধবারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। অঙ্গকৃষ রঘুবংশীকে প্রথম একাদশে রেখেছে কেকেআর। দিল্লি ক্যাপিটালস দলে একটি পরিবর্তন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দিল্লির ক্যাপিটালসের জয়ের নায়ক মুকেশ কুমারের চোট রয়েছে। তিনি খেলছেন না। ম্যাচের আগে বড় ধাক্কা খেল দিল্লি শিবির। মুকেশের পরিবর্তে খেলছেন সুমিত কুমার, জানালেন পন্থ।
টস জিতে শ্রেয়স বলেন, 'উইকেটে প্রচুর রান উঠবে মনে হচ্ছে। আগের ম্যাচের মতোই হবে বাইশ গজ। একটা সময় আমি দিল্লির হয়ে খেলেছি, এখন কেকেআরে। বিরাট সফর একটা। তবে আমি বদলের সঙ্গে মানিয়ে নিয়েছি। আমরা পদ্ধতিতে জোর দিচ্ছি। খেলায় যে কোনও দিন যা কিছু হতে পারে। আমরা চাই প্রথম ৬ ওভারের পাওয়ার প্লে-তে সুনীল নারাইন বোলারদের আক্রমণ করুক। ওর ভূমিকা ভীষণ স্পষ্ট। ওর কাছে কী প্রত্যাশা করা হচ্ছে, সেটা জানে। আমাদের দলে অঙ্গকৃষ রঘুবংশী খেলছে।'
পন্থ বলেন, 'আমরাও টস জিতলে প্রথমে ব্যাটিং করতাম। উইকেট পরের দিকে একটু মন্থর হতে পারে। দলে ফিরতে পেরে খুব ভাল লাগছে। তবে এখনই দূরের কথা ভাবছি না। আগের ম্যাচে বোলাররা দারুণ বল করেছিল। বিশেষ করে ফাস্টবোলাররা। আমরা চাইব এই ম্যাচেও সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি হোক। প্রথম দুই ম্যাচের টিম কম্বিনেশন নিয়ে খুব একটা ভাবছি না। নেটে ছেলেরা পরিশ্রম করছে। আমাদের শুধু ঠিক কাজটা করে যেতে হবে।'
আরও পড়ুন: আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালসের ডেরায় কেকেআরের পরীক্ষা, কোথায়-কখন দেখবেন ম্যাচ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে