বিশাখাপত্তনম: টানা দুই ম্য়াচে জয়। প্রথম ম্য়াচে ঘরের মাঠে সানরাইজার্সের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে, দ্বিতীয় ম্য়াচে অ্যাওয়ে ম্য়াচে আরসিবির বিরুদ্ধে জয়। আত্মবিশ্বাস তুঙ্গে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। আজ আইপিএলে আরও একবার মাঠে নামতে চলেছে শ্রেয়স আইয়ারের দল। মাঠের লড়াইয়ে নামার আগে দু দলই তাঁদের প্রস্তুতি সেরেছে দারুণভাবে। তবে এরই মধ্যে নেটে ছক্কার মহড়ায় দেখা গেল রিঙ্কু সিংহ (Rinku Singh), আন্দ্রে রাসেল ও সুনীন নারাইনকে। রীতিমত কে কত ছক্কা হাঁকাতে পারেন, সেই প্রতিযোগিতায় নেমে পড়লেন তিন তারকা ক্রিকেটার।
দুটো দলই আগের ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। দিল্লি তাঁদের শেষ ম্য়াচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছিল ২০ রানে। অন্যদিকে কেকেআর তাঁদের আগের ম্য়াচে আরসিবির বিরুদ্ধে ২১ রানে জয় ছিনিয়ে নিয়েছিল। আজ বিশাখাপত্তনমে দিল্লি হয়ত শেষবার তাঁদের হোমম্য়াচ খেলতে নামবে। বিশাখাপত্তনমে আগের ম্য়াচে ব্যাট করতে নেমেছিল দিল্লি প্রথমে। রান তাড়া করতে নেমে হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। আগের ম্য়াচে নারাইনকে ওপেনিংয়ে নামিয়ে মাস্টারস্টোক খেলছিলেন মেন্টর গৌতম গম্ভীর। স্ট্র্যাটেজি কাজেও লেগে গিয়েছিল। ফিল সল্টের সঙ্গে ওপেনিংয়ে নেমে দুরন্ত ইনিংস খেলেছিলেন নারাইন। পাওয়ার প্লে-তেই ঝড় তুলে আরসিবির বোলিং লাইন আপকে ধ্বংস করে দিয়েছিলেন। দিল্লির বিরুদ্ধেও তেমনই পরিকল্পনা নিতে চলেছে কেকেআর।
ম্য়াচের আগে নেটে নেমে ব্যাট হাতে ঝড় তুলতে দেখা গেল সুনীল নাইনকে ও আন্দ্রে রাসেলকে। ক্যারিবিয়ান পাওয়া কি হতে পারে, তার আন্দাজ গত কয়েক বছর ধরে টানা দেখিয়ে আসছেন ২ তারকা। মিডল অর্ডারে ব্যাট হাতে ঝড় তুলেছেন রাসেল। নেটে পেল্লাই পেল্লাই ছক্কা হাঁকালেন ২ জনই। মারকাটারি ব্যাটিংয়ের অনুশীলনে যোগ দিলেন রিঙ্কু সিংহ। ছোট প্যাকেট, বড় ধামাকা অনেকেই বলে থাকেন রিঙ্কুকে। গত বছর থেকে ধারাবাহিক ভাবে আইপিএলে হোক বা জাতীয় দলের জার্সিতে রিঙ্কু নিজের জাত চিনিয়েছেন। রাসেল-রিঙ্কুর বন্ধুত্বের কথা সবার জানা। অনুশীলনের পর রিঙ্কু বলছেন, ''আমার থেকে রাসেলের পাওয়ার অনেক বেশি। অনেক দূরে দূরে ছক্কা হাঁকাতে পারে ও। আমি চাইলেও অত ছক্কা হাঁকাতে কোনওদিনই পারব না।''