নয়াদিল্লি: সাত ম্যাচ খেলে ফেলেছে দিল্লি ক্যাপিটালস (DC vs SRH)। এতদিনে ঘরে ফেরার সুযোগ পেলেন ঋষভ পন্থরা (Rishabh Pant)। শনিবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি মরশুমে প্রথমবার খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। এর আগে চলতি আইপিএলে যে হোমম্যাচ খেলেছে দিল্লি, তা হয়েছে বিশাখাপত্তনমে। ডব্লিউপিএলের পর মাঠের কাজ চলছিল নয়াদিল্লিতে। সেই কারণেই অন্য ঘর বেছে নিতে হয়েছিল দিল্লিকে।
আর শনিবার নয়াদিল্লিতে প্রথম ম্য়াচে পন্থদের সামনে হেনরিখ ক্লাসেনের সানরাইজার্স হায়দরাবাদ। যারা আইপিএলে একের পর এক ব্যাটিং বিস্ফোরণ ঘটিয়ে চলেছে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড চলতি টুর্নামেন্টেই একবার গড়ে ফের তা ভেঙে নতুন মাইলফলক গড়েছে হায়দারাবাদ। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মারা রয়েছেন দুরন্ত ছন্দে।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পর দিল্লির জনতার সামনে এই প্রথম খেলতে নামবেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। শুরুর দিকে মন্থর ব্যাটিং করলেও, টুর্নামেন্ট যত এগোচ্ছে, ছন্দ ফিরে পাচ্ছেন পন্থ। সাত ম্যাচে জোড়া হাফসেঞ্চুরি সহ ২১০ রান করেছেন পন্থ। তাঁর স্ট্রাইক রেট ১৫৬.৭২, যা ২০১৯ সালের পর থেকে আইপিএলে সর্বোচ্চ। উইকেটের পিছনেও দুরন্ত ছন্দে রয়েছেন পন্থ। আগের ম্যাচে মূলত উইকেটকিপিংয়ের জন্যই সেরার স্বীকৃতি পেয়েছিলেন পন্থ।
তবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পন্থদের পরীক্ষা যে সহজ হবে না, বলাই বাহুল্য। পাওয়ার প্লে-তে ঝড় তুলছেন হেড, অভিষেক শর্মারা। তাঁদের আগ্রাসনের বিরুদ্ধে ইশান্ত শর্মা, খলিল আমেদদের পরীক্ষা।
আরও পড়ুন: লন্ডনে লোকাল ট্রেনে অফিস যাতায়াত করেন সৌরভ-কন্যা, আমিষ খাওয়া ছেড়েছেন সানা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।