লখনউ : হোম ম্যাচে সহজে জয় ছিনিয়ে নিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। অধিনায়ক কেএল রাহুলের (KL Rahul) অনবদ্য ইনিংসে ভর করে সহজেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল LSG। ৫৩ বলে ৮২ রান করে দলকে কার্যত জয়ের দোরগড়ায় পৌঁছে দেন রাহুল। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন কুইন্টন ডি'কক। বাকি কাজটা সেরে দেন নিকোলাস পুরাণ ও মার্কাস স্টোইনিস। শেষমেশ লখনউয়ে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই-বধ করে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল কেএল রাহুল-বাহিনী।   


চেন্নাইয়ের ইনিংসে এদিন প্রয়োজনীয় সময়ে ঝলসে ওঠে রবীন্দ্র জাদেজা ও এম এস ধোনির ব্যাট। ৪০ বল খেলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন জাড্ডু। অন্যদিকে, মাত্র ৯ বলে ২৮ রান তুলে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন ধোনি। প্রথম ব্যাট করে ৬ উইকেটে ১৭৬ রান তোলে চেন্নাই সুপার কিংস। এদিন টসে জিতে LSG ঋতুরাজ গাইকোয়াড-বাহিনীকে প্রথমে ব্যাট করতে পাঠায়। গোড়াতেই উইকেট তুলে সাফল্যের মুখ দেখেন লখনউ বোলাররা। যার হাত ধরে ম্যাচে ভাল জায়গায় ছিল লখনউ। কিন্তু, প্রথমে জাদেজা মইনের পার্টনারশিপ এবং শেষ মুহূর্তে মাহির ঝোড়ো ইনিংসে ভর করে ১৭৬ রান তুলে ফেলে চেন্নাই। যদিও জাদেজা ও ধোনির সেই প্রয়াস কার্যত বৃথা গেল।


সৌজন্যে- লখনউ অধিনায়ক কেএল রাহুলের লড়াকু ইনিংস। ৫৩ বলে ৮২ রানের ঝকঝকে ইনিংস খেললেন তিনি। ৯টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর স্কোর। হতাশ করেননি কুইন্টন ডি ককও। ৪৩ বলে বাঁ হাতি এই ব্যাটার তুললেন ৫৪ রান। মারলেন ৫টি চার ও ১টি ছক্কা। বাকি অসম্পূর্ণ কাজটা সেরে ফেলেন নিকোলাস পুরাণ ও মার্কাস স্টোইনিস। ১২ বলে ২৩ রান তুললেন পুরাণ ও স্টোইনিস করলেন ৭ বলে ৮ রান।


এদিন বল হাতে নজর কাড়লেন ক্রুনাল পাণ্ড্য। ৩ ওভারে মাত্র ১৬ রান খরচ করে তুলে নিলেন ২টি উইকেট। তাঁর শিকারের তালিকায় রয়েছেন- অজিঙ্কে রাহানে । এছাড়া সমীর রিজভিকে আউট করেন তিনি। শিবম দুবের মূল্যবান উইকেট তুলে নেন স্টোইনিস। ২ ওভার বল করে ৭ রান দিয়ে ১ টি উইকেট তুলেন নিলেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।