নয়াদিল্লি: অঘটন একবার হয়। অঘটন বারবার হয় না। গতকাল ২৬২ রান বোর্ডে তুলেও হারতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। এদিন অবশ্য ২৫৭ রান বোর্ডে তুলে জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। রান তাড়া করতে নেমে ২৪৭ রানে থেমে যায় মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians)। হার্দিক পাণ্ড্য কিছুটা লড়াই করলেন। তিলক ভার্মা (Tilak Verma) একদম শেষ ওভার পর্যন্ত নিয়ে গিয়েছিলেন লড়াইটা। কিন্তু আর পারলেন না। 


বড় রানের লক্ষ্যমাত্রা ছিল সামনে। শুরু থেকেই মারমুখি ব্যাটিংয়ের প্রয়োজন ছিল। কিন্তু রোহিত শর্মা বেশি রান বোর্ডে তুলতে পারলেন না। মাত্র ৮ রান করেই ফিরলেন তিনি। ১৪ বলে ২০ রান করে কিছুক্ষণ পরে ফিরে যান ঈশান কিষাণও। সূর্যকুমার যাদব একটা দারুণ শুরু করেছিলেন। ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলে আউট হন তিনি। তিনটি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান ডানহাত ব্যাটার। হার্দিক পাণ্ড্য ২৪ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। তিলক ভার্মা ৩২ বলে ৬৩ রানের ইনিংস খেলে আউট হন। দু জনে মিলে একটা চেষ্টা করেছিলেন দিল্লির রানকে টেক্কা দিতে। মুম্বই অধিনায়ক ব্যাট হাতে বেশ ছন্দে ছিলেন এদিন। কিন্তু পারলেন না। ১৭ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংস খেলেন টিম ডেভিড। ৪ বলে ১০ রান করেন পীযূশ চাওলা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানই বোর্ডে তুলতে পারল। 


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। দিল্লি এদিন পৃথ্বী শ-কে বসিয়ে খেলিয়েছিল কুমার কুশাগ্রকে। অন্য়দিকে মুুম্বই ইন্ডিয়ান্সও একটি বদল করেছিল। গোয়েৎজের পরিবর্তে লিউক উডকে খেলানো হয়েছিল। ওপেনিংয়ে অভিষেক পোড়েল নামেন জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্কের সঙ্গে। শুরু থেকেই অস্ট্রেলিয়ার ২২ বছরের তরুণ মারমুখি ব্যাটিং করছিলেন। মাত্র ১৫ বলে অর্ধশতরানের ইনিংস খেলেন প্রথমে জ্যাক। দলের স্কোর যখন ১১৪, তখন প্রথম উইকেটের পতন হয় দিল্লির। ১১টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকিয়ে ২৭ বলে ৮৪ রানের ইনিংস খেলেন ম্য়াকগুর্ক। তিনি ফিরে যাওয়ার পর কিছুটা রানের গতি কমে যায়। তিনটি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৩৬ রানের ইনিংস খেলেন অভিষেক পোড়েল। শাই হোপ এসে ঝোড়ো একটা ১৭ বলে ৪১ রানের ইনিংস খেলেন। পন্থ ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলে আউট হন। লোয়ার অর্ডারে নেমে সবচেয়ে বেশি মারমুখি ছিলেন ত্রিস্টান স্টাবস।  ২৫ বলে ৪৮ রানে অপরাজিত থেকে যান স্টাবস।