হায়দরাবাদ: আইপিএলে (IPL 2024) এই ম্যাচকে বলা হয় দক্ষিণের ডার্বি। একদিকে নিজামের শহর সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। অন্যদিকে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তবে শুক্রবার এই ম্যাচকে ঘিরে আলাদা উন্মাদনা তৈরি হয়েছিল। কারণ, বছরের এই একটা সময়ই ব্যাট হাতে দেখা মেলে তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএলে এখনও খেলে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। অনুরাগীরাও মুখিয়ে থাকেন, ব্যাট হাতে কী ম্যাজিক দেখাবেন মাহি।


শুক্রবার অবশ্য ধোনি নামলেন যখন, চেন্নাই সুপার কিংস ইনিংসে মাত্র ৩ বল বাকি। তবু থালাকে নিয়ে উন্মাদনা। গ্যালারি চিৎকার শুরু করল। প্ল্যাকার্ড তুলে ধরা হল, 'অভি না যাও ছোড়কে, ইয়ে দিল অভি ভরা নহী...'। সঙ্গে মোবাইল ফোনের ফ্ল্যাশবাল্ব জ্বলে উঠল। ধোনি অবশ্য খেললেন মাত্র ২ বল। প্রথম বলটি ওয়াইড ইয়র্কার করলেন টি নটরাজন। ব্যাট ছোঁয়াতে পারলেন না। পরের বলে সিঙ্গল নিলেন। সব মিলিয়ে ২ বলে ১ রান করে অপরাজিত রইলেন ধোনি। প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস আটকে গেল ১৬৫/৫ স্কোরে।


টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। বলেছিলেন, 'উইকেট দেখে ভালই মনে হল। ম্যাচের দুি অর্ধেই ভাল পিচ থাকবে। আগের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে পাঁচশোর বেশি রান হয়েছিল। আশা করছি আজও তাই হবে।'


যদিও সেই পূর্বাভাস মেলেনি। রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড়রা বড় রান পাননি। খুব একটা আগ্রাসী ব্যাটিংও করতে পারেননি। অজিঙ্ক রাহানেও ক্রিজে সেট হয়ে গিয়ে আউট হয়ে যান। ঝোড়ো ব্যাটিংও করতে পারেননি তিনি।


চেন্নাই ইনিংসকে টানলেন শিবম দুবে। ২৪ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেললেন। ২৩ বলে অপরাজিত ৩১ রান করে তাঁকে সঙ্গত করলেন রবীন্দ্র জাডেজা।


 






গ্যালারিতে হাজির ছিলেন সাক্ষী ধোনি। সঙ্গে মেয়ে জীভা। তবে ধোনি বেশিক্ষণ ব্যাটিং করার সুযোগই পেলেন না। এবার কি ভেল্কি দেখাতে পারবেন চেন্নাইয়ের বোলাররা? 


আরও পড়ুন: কেকেআরের ড্রেসিংরুমে বরুণ-নারাইনদের সঙ্গে খুনসুটি শাহরুখের, কী বললেন বাজিগর?




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।