করাচি: আইপিএলের মঞ্চে খেলা নাকি ভীষণই সহজ। আইপিএলে পিচ নাকি ব্য়াটারদের জন্য স্বর্গরাজ্য। কেকেআর বনাম দিল্লি (KKR vs Delhi Capitals) ম্য়াচ দেখার পর আইপিএল নিয়ে অদ্ভুত মন্তব্য করে বসলেন জুনেইদ খান (Junaid Khan)। প্রাক্তন পাক পেসার নিজের সোশ্য়াল মিডিয়ায় কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস (KKR vs DC) ম্য়াচ দেখার পর সুনীল নারাইনের (Sunil Narine) ব্যাটিং তাণ্ডব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন জুনেইদ। ক্যারিবিয়ান তারকার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং রেকর্ডকেও তুলে ধরেছেন প্রাক্তন পাক পেসার। এমনকী আইপিএল ফ্ল্যাট পিচে খেলা হয় বলেই নারাইন এত রান করতে পেরেছেন বলে মনে করেন তিনি। নিজের সোশ্য়াল মিডিয়ায় জুনেইদ লিখেছেন, ''আইপিএলে ব্যাটিং করা ভীষণই সহজ। সুনীল নারাইন নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে মােট ১৫৫ রান করেছেন। অন্য়দিকে দিল্লির বিরুদ্ধে ম্য়াচে একাই ওপেনার হিসেবে নেমে ৮৫ রান করে ফেলল। দল মোট তুলল ২৭২।''


 






এখানেই থেমে থাকেননি জুনেইদ। তিনি আইপিএলে মাঠ, পিচ নিয়েও প্রশ্ন তুলেছেন। সানরাইজার্স বনাম মুম্বই ম্য়াচের পর আরও একটি পোস্টে জুনেইদ লিখেছেন, ''ছোট মাঠ। ছোট বাউন্ডারি। দ্রুতগতির ফিল্ড। এটাই আইপিএল। যেখানে লক্ষ্যমাত্রা ওঠেন ২৭৮।''


 






আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের খেলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। পিএসএল সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন পাক ক্রিকেটাররা। কিন্তু আইপিএলে খেলতে আসনতে পারেন না পাক ক্রিকেটাররা। 


উল্লেখ্য, ২০১৩ সালে আরসিবি বনাম পুণে ওয়ারিয়র্স ম্য়াচে আরসিবি প্রথমে ব্যাট করতে নেমে ২৬৩ রান বোর্ডে তুলে নিয়েছিল। সেটিই ছিল কোনও একটি ইনিংসে কোনও দলের করা সর্বোচ্চ রান। এরপর সেই রানটিকেও টপকে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তারা মুম্বইয়ের বিরুদ্ধে ২৭৭ রান বোর্ডে তুলেছিল চলতি মরশুমে। ম্য়াচও জিতেছিল তারা। কেকেআর কিছুদিন আগে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান প্রথমে ব্যাট করে বোর্ডে তুলেছিল।