সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্স (Eden Gardens) তাঁর কাছে পয়মন্ত মাঠ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে ২৬৪ রানের বিশ্বরেকর্ড, আইপিএলে সেঞ্চুরি, রঞ্জি সেঞ্চুরি, ক্রিকেটের নন্দনকানন কখনও তাঁকে খালি হাতে ফেরায়নি।
রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখতে প্র্যাক্টিসেও ভিড়। শুক্রবার সন্ধ্যায় যতক্ষণ মাঠে রইলেন, তাঁর দিকেই তাক করে রইল সকলের ক্যামেরা, চোখ, লেন্স।
অথচ মুম্বই ইন্ডিয়ান্সের (KKR vs MI) অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ভিন্ন মেরুতে। কথা বলা তো দূরস্থান, রোহিতের সঙ্গে মুখ দেখাদেখি হয়েছে, এমন দৃশ্যও তো চোখে পড়ল না। অন্তত মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাক্টিসের সময়।
শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগের সন্ধ্যায় নৈশালোকে প্রস্তুতি সারল দুই দলই। আগাগোড়া মাঠে ছিলেন রোহিত। কিন্তু তিনি প্র্যাক্টিস করেননি। কখনও তিলক বর্মা, তো কখনও বোলিং কোচ লাসিথ মালিঙ্গাদের সঙ্গে দাঁড়িয়ে দীর্ঘ আলোচনা সারতে দেখা গেল হিটম্যানকে। হার্দিক মাঠে যতক্ষণ রইলেন, রোহিতের পাশ দিয়েই গটগট করে হেঁটে গেলেন। কিন্তু কথা বললেন না। চোখও মেলালেন না। মুখ দেখাদেখি বন্ধ নাকি দুই তারকার! কিন্তু একটু আগে যে মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্টবোলার জেরাল্ড কোয়েৎজ়ে বলে গেলেন যে, ড্রেসিংরুমে কোনও বিভেদ নেই। সকলে এককাট্টা। দারুণ আবহ। কোথায় কী! শুক্রবার প্র্য়াক্টিসে রোহিত-হার্দিককে দেখে মনে হল দুই ভিন গ্রহের বাসিন্দা। যাঁরা এক মাঠে থাকলেও, ব্যাকগ্রাউন্ডে যেন বাজছিল বিখ্যাত সেই বাংলা গান, ও পাড়ে থাকব আমি তুমি রইবে এ পাড়ে...
নেতৃত্ব কেড়ে নেওয়া, তাঁর পরিবর্তে হার্দিকের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া, পাঁচবার আইপিএল জেতানো অধিনায়ককে ইমপ্যাক্ট প্লেয়ারের পর্যায়ে নামিয়ে আনা... রোহিতকে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের একের পর এক পদক্ষেপ ভক্তদের মনে ঝড় তুলেছে। সোশ্যাল মিডিয়ায় নিন্দার বন্যা। অনেকেই মনে করছেন, এটাই হয়তো নীতা ও মুকেশ অম্বানির দলে রোহিতের শেষ মরশুম। তিনি কেকেআরে যোগ দিচ্ছেন, এরকম জল্পনাও রয়েছে।
যে জল্পনা আরও উস্কে দিলেন খোদ রোহিতই। শুক্রবার রাতের দিকে তখন মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাক্টিস শেষ। দলের সকলে ড্রেসিংরুমে। কেকেআরের প্র্যাক্টিস যদিও চলছে। রোহিত আচমকা ড্রেসিংরুম থেকে বেরিয়ে এলেন। তিলক বর্মাকে সঙ্গে করে। কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার তাঁকে দেখে এগিয়ে গেলেন। করমর্দন হল। তারপর দীর্ঘক্ষণ কথা হল রোহিত-অভিষেকের। তারপর থেকেই জোর চর্চা, কেকেআরে যোগ দেওয়ার ব্যাপারে কি এক কদম বাড়ালেন হিটম্যান?
কেকেআরের তরফে গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। কিন্তু জল্পনার জল গড়াতেই, আচমকা, বেনজিরভাবে রোহিত-অভিষেকের কথোপকথনের সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয়। তাহলে কি আপাতত বিতর্ক বাড়াতে চাইছে না কোনও পক্ষই? নাকি রোহিতকে নিয়ে কৌশল গোপন রাখতে চায় শাহরুখ খান-জুহি চাওলার দল?
প্রশ্ন থেকে গেল...
আরও পড়ুন: গোয়েঙ্কা-রাহুল বিতর্কের মধ্যেই কেকেআর তারকার স্বীকারোক্তি, হারলেও দলকে আগলে রাখেন শাহরুখ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।