সন্দীপ সরকার, কলকাতা: চলতি আইপিএলে (IPL 2024) দুরন্ত ছন্দে রয়েছেন। ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। পাঞ্জাব কিংসের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন হর্ষল পটেল (Harshal Patel)। পার্পল ক্যাপের দৌড়ে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), যুজবেন্দ্র চাহালদের (Yuzvendra Chahal) সঙ্গে টক্কর দিচ্ছেন। তাঁর স্যুইংয়ের হদিশ পাচ্ছেন না ব্যাটাররা। ডেথ ওভারে নিয়মিত উইকেট তুলছেন। শুক্রবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সেরও (KKR vs PBKS) প্রধান কাঁটা হয়ে উঠতে পারেন মিডিয়াম পেসার। আইপিএলের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। ভারতীয় দলে ডাক পাবেন? খারাপ সময় কাটিয়ে ওঠেন কীভাবে? টি-টোয়েন্টি মানেই তো ধুমধাড়াক্কা চার-ছক্কার খেলা, সেখানে বোলার হিসাবে সফল হন কীভাবে? কলকাতায় এসে এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন প্রীতি জিন্টার দলের পেস-অস্ত্র।


পাঞ্জাব কিংসের পেসারকে প্রথমেই জিজ্ঞেস করা গেল, এবারের আইপিএলে কি পুনর্জন্ম হল? হর্ষল বললেন, 'যখনই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, সব ম্যাচই হয়ে দাঁড়ায় ঘুরে দাঁড়ানোর ম্যাচ। আইপিএলে গত মরশুমটা ভাল কাটেনি। এবারও টুর্নামেন্টের শুরুটা দারুণ হয়নি। তবে নিজের ভুলগুলো সংশোধন করে নিয়েছি। উইকেট তুলছি। সেটাই বদলে দিয়েছে।'


এই পাঞ্জাব কিংস দলের এক্স ফ্যাক্টর কী? 'যে চারটে ম্যাচ আমরা হেরেছি, এমনভাবে হেরেছি যে, একটা বল এদিক ওদিক হলেই ফল আমাদের দিকে যেত। আমরা ম্যাচ জিতে মাঠ ছাড়তাম। জয় নিশ্চিত করার মুহূর্তগুলোতে পিছিয়ে পড়ছি। এতে হতাশা আসতে পারে, পাশাপাশি আত্মবিশ্বাসও তৈরি হয় যে, আমরাও পারি। কোনও দল আমাদের সহজে হারাতে পারে না। আমাদের লক্ষ্য ম্যাচের ফয়সালা গড়ে দিতে পারে এমন মুহূর্তগুলো জেতা,' বলছিলেন ডানহাতি মিডিয়াম পেসার।


টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ধরে নেওয়া হয় ব্যাটারদের দাপট দেখা যাবে। বোলার হিসাবে সেই ফর্ম্যাট কতটা কঠিন লাগে? নিজের খেলায় বদল করেছেন? হর্ষল বলছেন, 'খেলার বিবর্তন হলে ক্রিকেটার হিসাবেও আপনাকে পাল্টাতেই হবে। বিশেষ করে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মটা আসার পর। প্রত্যেক দলে এখন ৮ বা ৯ নম্বরেও যে নামছে, ব্যাট করতে পারে। মজাটা হচ্ছে, ২০টি বলও যদি ভাল করি আর শেষ চারটে বলে সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারি, তাহলে ম্যাচ ঘুরে যাবে। আমরা হেরে যাব। তাই সব সময় প্রস্তুত থাকতে হয়।' হর্ষল যোগ করেছেন, 'আমি সব সময় মনে করি টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের সফল হতে গেলে উইকেট তুলতে হবে। আর ব্যাটাররা আগ্রাসী ব্যাটিং করলে উইকেট নেওয়ার সুযোগ বাড়ে।'


কেরিয়ারে অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন। সামলান কীভাবে? হর্ষল বলেছেন, 'আমি বাইরের আলোচনায় কান দিই না। খুব নির্বাচিত বন্ধুদের সঙ্গে মিশি। সোশ্যাল মিডিয়ায় থাকি না।'


ডেথ ওভারে তাঁর বোলিং দলের সম্পদ। স্লোয়ার, স্লোয়ার ইয়র্কার, স্লো বাউন্সারের মতো একাধিক অস্ত্র রয়েছে হাতে। কীভাবে স্নায়ুর চাপ সামলে বল করেন? হর্ষল বলছেন, 'চাপ সামলাতে শিখেছি অভিজ্ঞতা থেকে। প্রস্তুতি ভাল হলে সব কিছু সম্ভব। আমি জানি পাঁচ বছর আগে আমি কী ছিলাম আর এখন কী। আগে একটা খারাপ ওভার করলে সেটা নিয়ে ভেবে যেতাম। তাতে পারফরম্যান্সে প্রভাব পড়ত। এখন একটা ওভার খারাপ হলে ভাবি না।'


পাঞ্জাব কিংসের যে দুই তরুণকে নিয়ে হইচই চলছে, সেই শশাঙ্ক সিংহ ও আশুতোষ শর্মাকে কেমন দেখছেন? হর্ষল বলছেন, 'শশাঙ্ক পুরো দস্তুর অভিজ্ঞ ক্রিকেটার। নতুন মুখ নয়। আমরা জানি ও কী করতে পারে। আর আশুতোষের মতো ক্লিন হিটিং বড় একটা দেখিনি। ওরা আমাদের দলের সম্পদ।'


সম্পূর্ণ সাক্ষাৎকার দেখুন



আইপিএলের পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএলে ভাল পারফরম্যান্স জাতীয় দলের দরজা খুলে দেবে? হর্ষল বলছেন, 'আমার কাজ হল খেলে যাওয়া। পারফর্ম করে যাওয়া। ভারতীয় দলে কারা থাকবে, কারা থাকবে না, সেসব নিয়ে ভাবি না। ওটা নির্বাচকদের কাজ।'


আরও পড়ুন: জঙ্গলে লেপার্ড ঝাঁপিয়ে পড়ল প্রাক্তন ক্রিকেটারের ওপর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।