হায়দরাবাদ: এক দল ম্যাচ জিতে আইপিএলের (IPL 2024) প্লে-অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে আগ্রহী। আরেক দলের প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য এই ম্যাচ জয়ই একমাত্র বিকল্প। প্যাট কামিন্স বনাম বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি বনাম ময়ঙ্ক মারকাণ্ডে আজ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। 


কাদের ম্যাচ?


মরশুমে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (SRH vs RCB)।









ম্য়াচটি হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হবে।





কখন শুরু?




ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়। 


কোথায় দেখবেন?


ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।


অনলাইন স্ট্রিমিং?


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।


২২ গজের চরিত্র


উপ্পলের পিচে ফাস্ট বোলারদের তেমন কোনও মদত না থাকলেও, স্পিনাররা সাহায্য পাবেন বলে পূর্বাভাস। তবে ইনিংসের শুরুতে বল হালকা সিম, সুইং করবে বলে মনে করা হচ্ছে। তবে এই পিচে ব্যাটে ভালভাবে বল আসবে এবং বড় রান ওঠার সম্ভাবনা প্রবল।


পরিবেশ


আজকে হায়দরাবাদে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তাপমাত্র ৩৭ ডিগ্রির আশেপাশে থাকার কথা। বাতাসে ২২ থেকে ৩০ শতাংশ আর্দ্রতা থাকবে। 


হেড-টু-হেড


দুই দল আইপিএলের মঞ্চে ২৪ বার মুখোমুখি হয়েছে। লড়াইয়ে সানরাইজার্স খানিকটা এগিয়ে। আরসিবির ১০ জয়ের তুলনায় ১৩টি ম্যাচ জিতেছে সানরাইজার্স। একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়েছে। 


ইতিমধ্যেই দুইবার আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ফেলেছে সানরাইজার্স। বোর্ডে বিরাট রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়াই নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা। আরসিবির বোলিং আক্রমণ নিয়েই এমনিই প্রশ্নচিহ্ন উঠছে। তাঁদের বোলিং আক্রমণের বিরুদ্ধে সানরাইজার্স নিজেদের বিধ্বংসী ব্যাটিং ফর্ম বজায় রাখবে বলেই আশা করছেন অনেকে।


অপরদিকে, আরসিবি নাগাড়ে ছয় ম্যাচ হারলেও, শেষ দুই ম্যাচে কিন্তু তারা লড়াই দেখিয়েছে। সানরাইজার্সের বিরুদ্ধে ২৮৮ তাড়া করতে নেমে ২৬২ রান তুলেছিল আরসিবি। কেকেআরের বিরুদ্ধেও ২২৩ রানের টার্গেটের বিপক্ষে দুরন্ত ব্যাট করেও এক রানে হারেন বিরাট কোহলিরা। আরসিবির ভাগ্য কি তৃতীয়বারে তাদের সহায় হবে? আট ম্যাচের সাতটিতে হারা দল কি কামিন্সদের চমকে দিতে পারবেন? প্লে-অফের ক্ষীণ আশা বজায় রাখতে হলে কিন্তু জয় বাধ্যতামূলক। সেক্ষেত্রে দলের মহাতারকাদের অন্যতম গ্লেন ম্যাক্সওয়েল একাদশে ফিরলে দলের শক্তি বাড়বে বটে। তবে তিনি মানসিক ক্লান্তির কারণে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। এই মরণ-বাঁচন ম্যাচে ম্যাক্সওয়েল ফেরেন কি না, সেটাও কিন্তু দেখার বিষয় হতে চলেছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'তুমি দুর্দান্ত প্যাট', ২২ গজের মহারণের আগে কামিন্স-বন্দনায় কোহলি