চেন্নাই: আইপিএলের মেগা ফাইনালে (IPL 2024 Final) আশা ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। মরশুমের দুই সবথেকে ধারাবাহিক দুই দল (KKR vs SRH) খেতাবি লড়াইয়ে একের অপরের মুখোমুখি হচ্ছে বলে কথা। তাই এই প্রত্যাশা থাকাটা একেবারেই অমূলক নয়। কিন্তু প্রথম ইনিংসে অন্তত সেই লড়াইটা দেখা গেল না। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বোলারদের দাপটে কার্যত উড়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) । ১১৩ রানেই অল আউট হলেন ট্র্যাভিস হেডরা। আইপিএলের ফাইনালের ইতিহাসে এটাই সর্বকালের সর্বনিম্ন স্কোর। 


আইপিএল ফাইনালের ইতিহাসে এর আগে সর্বনিম্ন রান করার দুর্ভাগ্যজনক রেকর্ড ছিল চেন্নাই সুপার কিংসের দখলে। ২০১৩ সালের আইপিএল ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১২৫ রান করেছিল সিএসকে। তবে আইপিএল ফাইনালের প্রথম ইনিংসে কিন্তু সর্বনিম্ন রান করার রেকর্ড ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। ২০১৭ সালে রাইজিং পুণে সুপার জায়ান্টসের বিরুদ্ধে পল্টনরা ১২৯ রান তুলেছিল। এটাই এতদিন আইপিএল ফাইনালের প্রথম ইনিংসে সর্বনিম্ন স্কোর ছিল। কিন্তু সেই রেকর্ড ভেঙে দিল সানরাইজার্স। 


তবে এই লজ্জার রেকর্ড গড়লেও মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু ম্যাচ শেষে খেতাব হাতেই মাঠ ছেড়েছিল। ১২৮ রানে ছয় উইকেটেই শেষ হয়েছিল সুপার জায়ান্টসের লড়াই। সানরাইজার্স কি সেইরকমই কিছু করতে সক্ষম হবে? নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজির সমর্থকরা অন্তত এমনটাই আশা করবেন। 


আজকের ম্যাচে অবশ্য শুরু থেকেই কেকেআরের দাপট দেখা গিয়েছে। মরশুমের শুরুতে বিরাট দামে মিচেল স্টার্ককে দলে নেওয়া সত্ত্বেও অজ়ি তারকা আশানুরূপ পারফর্ম করতে না পারায় তাঁকে সমালোচনার সম্মুখীন হতে হয়। কিন্তু কোয়ালিফায়ার ১-এ তিন উইকেট নিয়েছিলেন তিনি। ফাইনালের আগেই বলেছিলেন পাওয়ার প্লেতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হতে পারে। সেই পাওয়ার প্লেতেই বল হাতে ঝড় তোলেন তিনি। প্রথম ওভারেই নেন অভিষেকের উইকেট। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে রাহুল ত্রিপাঠিকেও ফেরান স্টার্ক। প্রথম ছয় ওভারেই ৪০ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সানরাইজার্স। সেই পরিস্থিতি থেকে আর ফিরে আসতে পারেননি তাঁরা। স্টার্কের দুই এবং রাসেল তিন উইকেট নিয়ে সানরাইজার্সকে ১১৩ রানে অল আউট করে দেয়। সব কেকেআর বোলাররাই উইকেট পান। কাপটাও কি তাঁরাই পাবেন? সেটাই দেখার।    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: শুরুতেই সাফল্য, আইপিএল ফাইনাল জিতে কি প্রথম টুর্নামেন্ট জয়ের ধারা অব্যাহত রাখবেন ক্যাপ্টেন কামিন্স?