আমদাবাদ: প্রথমে ভারতের বিরুদ্ধে, তারপর শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে সিরিজে খেলতে পারেননি তিনি। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজেও খেলতে পারেননি। বিগ ব্যাশ লিগ ও এসএটোয়েন্টির মতো টি-টোয়েন্টি টুর্নামেন্টেও খেলতে পারেননি তিনি। আইপিএল (IPL 2024) শুরুর আগে গুজরাত টাইটান্স (Gujarat Titans) শিবিরও রীতিমতো উদ্বেগে ছিল। দলের সেরা স্পিন বোলিং অস্ত্রকে টুর্নামেন্টে পাওয়া যাবে তো?
তবে আইপিএল শুরুর এক সপ্তাহ আগে গুজরাত টাইটান্স শিবিরে সুখবর। মাঠে নেমে পড়ছেন দলের সেরা স্পিনার। রশিদ খান (Rashid Khan)। পিঠের চোট ভোগাচ্ছিল তাঁকে। তবে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য আফগানিস্তান দলে রাখা হল তাঁকে। শুধু রাখাই হয়নি, রশিদকেই দলের অধিনায়ক করেছে আফগানিস্তান। যা গুজরাত টাইটান্স শিবিরকেও ইতিবাচক করে তুলেছে।
লেগস্পিনার রশিদ খান মাঠে ফেরায় স্বস্তিতে গুজরাত টাইটান্সও। আসন্ন আইপিএলে ২৪ মার্চ নিজেদের প্রথম ম্যাচেই গুজরাত মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের। টুর্নামেন্টে তাদের দ্বিতীয় ম্যাচ ২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
এদিকে, শুক্রবার থেকে শুরু হচ্ছে আফগানিস্তান বনাম আয়ার্ল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। আফগানিস্তান ক্রিকেট বোর্ড দল ঘোষণা করতেই স্বস্তিতে গুজরাত টাইটান্সের ভক্তরা। আফগানিস্তান দলে আছেন - রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদ্রান, রহমানউল্লাহ গুরবাজ়, সিদ্দিকুল্লা আতাল, ইজাজ আহমেদজাই, ইব্রাহিম রাহিমি, মহম্মদ নবি, নানজিয়ালাই খারোটি, আজমতুল্লাহ ওমরজাই, নূর আমেদ, মুজিব উর রহমান, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নবীন উল হক ও ফজলহক ফারুকি।
আরও পড়ুন: Mumbai Indians: হার্দিককে নিয়ে অতিরিক্ত মাতামাতি হয়, আইপিএলে অগ্নিপরীক্ষা মুম্বই ইন্ডিয়ান্সের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে