মুম্বই: একই যাত্রায় পৃথক ফল কেন হবে? শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), ঈশান কিষাণরা (Ishan Kishan) যদি বোর্ডের চুক্তি থেকে বাদ পড়তে পারেন, তবে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) কেন নন? এমনই প্রশ্ন তুলে দিলেন এবার প্রবীন কুমার (Praveen Kumar)। প্রাক্তন ভারতীয় পেসার এই ইস্যুতে এবার বিসিসিআইকেও কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন ভারতীয় পেসার। যদি শ্রেয়সদের ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য শাস্তি পেতে হয়, তবে হার্দিককেও তো শাস্তি দেওয়া উচিত বা বোর্ডের চুক্তির বাইরে রাখা উচিত। এমনটাই মনে করেন প্রবীন কুমার। 


নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন ভারতীয় পেসার বলেন, ''বোর্ড সব ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেট খেলার যে বাধ্যতামূলক নিয়ম জারি করেছে, তা সত্যিই খুব প্রশংসনীয়। এটা সব ক্রিকেটারদের জন্যই লাগু হওয়া উচিত। হার্দিক পাণ্ড্য় কি চাঁদ থেকে এসেছে? ও কেন খেলবে না ঘরোয়া ক্রিকেট? ওকেই বোর্ডের তরফে কড়া বার্তা দেওয়া উচিত।''


বোর্ডের নতুন যে চুক্তি তালিকায় প্রকাশ করা হয়েছে, তাতে 'এ' ক্যাটাগরিতে স্থান পেয়েছেন হার্দিক পাণ্ড্য। অথচ চোটের জন্য দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে। ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচের মাঝেই চোট পেয়েছিলেন। এরপর আর মাঠে নামতে পারেননি। অথচ এর মধ্যে আইপিএলে গুজরাত থেকে মুম্বই ইন্ডিয়ান্সে এসেছেন। দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন। আইপিএলের আগেই ফের প্রস্তুতি শিবিরে ছন্দে দেখা গিয়েছে বঢোদরার অলরাউন্ডারকে। 


কুমার বলছেন, ''তিনটি ফর্ম্য়াটেই খেলো। অথবা তুমি কি ৬০-৭০ টেস্ট ম্য়াচ খেলেছ এখনও পর্যন্ত, যে শুধু টি-টোয়েন্টি খেলবে তুমি। দেশের তোমাকে প্রয়োজন। যদি তুমি টেস্ট ক্রিকেট না খেল, তবে অবশ্যই লিখিতভাবে জানিয়ে দেওয়া উচিত তা। হয়ত এমনটাও হতে পারে যে টেস্টের জন্য হার্দিককে নির্বাচকরা ভাবছে না, এমনটা ওকে জানিয়ে দেওয়া হয়েছে।''


উল্লেখ্য, রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই ফ্র্যাঞ্চাইজি হার্দিককে অধিনায়ক করার সঙ্গে সঙ্গেই সমালোচনার ঝড় উঠেছিল। বিশেষ করে যে প্লেয়ার মুম্বইকে অধিনায়ক হিসেবে পাঁচটি আইপিএল জেতাল, তাঁকে সরিয়ে কেন হার্দিককে করা হল অধিনায়ক তা নিয়ে প্রশ্ন উঠেছিলেন। এরইমধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন প্লেয়ার পার্থিব পটেল জানান যে একটা সময় হার্দিককে ছেড়ে দিতে চেয়েছিল মুম্বই। কিন্তু রোহিতই নাকি হার্দিককে দলে রাখার জন্য উঠেপড়ে লেগেছিল। আনক্যাপড খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজিরা তাড়াতাড়ি ছেড়ে দেয়। রঞ্জি ট্রফি তথা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে তারা ভাল পারফর্ম করলে সেক্ষেত্রে আবার দলে নেওয়া হয়। তবে রোহিত এমনটা হতে দেয়নি। ওইজন্যই আজ ওরা এত বড় ক্রিকেটার হতে পেরেছে।''