মুম্বই: সময়টা ভাল যাচ্ছে না হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya)। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক করা হয়েছিল। সেই থেকে প্রবল ধিক্কারের শিকার হন বঢোদরার অলরাউন্ডার। প্রত্যেক ম্যাচে গ্যালারি থেকে তাঁর দিকে উড়ে এসেছে বিদ্রুপ। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে, ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক তথা প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর হার্দিককে ব্যঙ্গ না করার আবেদন করেন ক্রিকেটপ্রেমীদের।


আইপিএলে মুখ থুবড়ে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়নরা প্লে অফের যোগ্যতা অর্জন তো দূরস্ত, দশ দলের টুর্নামেন্টে শেষ করেছে দশ নম্বরে।


টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর কি আরও কঠিন সময় অপেক্ষা করে রয়েছে হার্দিকের জন্য? তাঁর ব্যক্তিগত জীবনেও কি উঠতে চলেছে ঝড়? জল্পনা অন্তত তা নিয়েই। শোনা যাচ্ছে, স্ত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন হার্দিক। যে জল্পনা আরও উস্কে দিয়েছে নাতাশার একটি পদক্ষেপ। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পাণ্ড্য পদবি মুছে ফেলেছেন মডেল অভিনেত্রী। তারপর থেকেই ওয়াকিবহাল সকলে মনে করছেন, হার্দিকের সঙ্গে বিচ্ছেদের পথেই হাঁটছেন নাতাশা।


গুজরাত টাইটান্স থেকে হার্দিককে ট্রেডিং উইন্ডো মারফত এনেছিল মুকেশ ও নীতা অম্বানির দল। তবে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যর্থতার মরশুমে তাঁকে ধিক্কারের শিকার হতে হয়েছে। রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক করা হয়েছিল হার্দিককে। যদিও প্রত্যেক ম্যাচে গ্যালারির বিদ্রুপের শিকার হয়েছেন হার্দিক পাণ্ড্য। এবার শোনা যাচ্ছে, স্ত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে নাকি বিচ্ছেদের রাস্তায় হাঁটছেন হার্দিক।


নাতাশা ও হার্দিক - দুজনকে একসঙ্গে কোনও ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে না সম্প্রতি। আইপিএলের সময় মাঠেও দেখা যায়নি নাতাশাকে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পাণ্ড্য পদবি সরিয়ে দিয়েছেন নাতাশা। ৪ মার্চ নাতাশার জন্মদিন ছিল। অন্যান্য বছর আবেগঘন পোস্ট করেন হার্দিক। তবে এবার কোনও পোস্ট করেননি তিনি। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-তে শেষ হার্দিকের ছবি পোস্ট করেছিলেন নাতাশা। তাও সেই ছবিতে ছিল পুত্র অগ্যস্ত। তাহলে কি আলাদা হতে চলেছে হার্দিক-নাতাশার পথ চলা? শোনা যাচ্ছে, খোরপোশ সংক্রান্ত কথাবার্তা চলছে নাকি দুই তারকার। শেষ পর্যন্ত রূপকথার এমন পরিণতি হবে?


আরও পড়ুন: স্নাতকোত্তর হলেন সারা, মেয়ের দারুণ রেজাল্টে উচ্ছ্বসিত বাবা, কী নিয়ে পড়াশোনা সচিন-কন্যার?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।