মুম্বই: মেয়ে স্নাতকোত্তর হলেন। দারুণ রেজাল্ট হল। তা নিয়ে উচ্ছ্বসিত কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সকলের সঙ্গে সেই সুখবর ভাগ করে নিলেন মাস্টার ব্লাস্টার।


কয়েকদিন আগেই ছিল মুম্বইয়ে লোকসভা ভোট পর্ব। ছেলে অর্জুনকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন সচিন। সেদিন কিংবদন্তির সঙ্গে দেখা যায়নি স্ত্রী অঞ্জলি ও কন্যা সারাকে। সেই সময়ই জানা গিয়েছিল যে, তাঁরা বিদেশে রয়েছেন। সারার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন অঞ্জলি। সেই কারণেই তিনি বা সারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। গণতন্ত্রের উৎসবে সামিল হন সচিন ও অর্জুন।


শুক্রবার সচিন নিজেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের সাফল্যের কাহিনি জানালেন। স্ত্রী অঞ্জলির সঙ্গে সমাবর্তনের পোশাক পরিহিত সারার ছবি পোস্ট করেছেন সচিন। সঙ্গে লেখেন, 'ভীষণ সুন্দর একটা দিন। এই দিনই আমাদের মেয়ে ডিস্টিংশন নিয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করল।'


কী নিয়ে পড়াশোনা করেছেন সারা (Sara Tendulkar)? সেটাও জানিয়েছেন সচিন। লিখেছেন, 'ইউসিএলের ডিপার্টমেন্ট অফ মেডিসিন থেকে ক্লিনিকাল ও পাবলিক হেলথ নিউট্রিশনে ডিস্টিংশন-সহ মাস্টার্স সম্পূর্ণ করল সারা। এখানে পৌঁছনোর জন্য তুমি কী কঠোর পরিশ্রম করেছো, বাবা-মা হিসাবে তা আমরা দেখেছি। মোটেও সহজ ছিল না। এবার তোমার সব স্বপ্ন পূরণ হোক। আমরা জানি তোমার স্বপ্ন সফল করবেই।' সঙ্গে সচিনের আবেগপূর্ণ বার্তা, 'ঢের সারা প্যায়ার।' মেয়ের নামের সঙ্গে নিজেদের ভালবাসা মিশিয়ে দিয়েছেন মাস্টার ব্লাস্টার।


 






প্রসঙ্গত, ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকেই পড়াশোনা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানাও। স্নাতক হওয়ার পর আপাতত লন্ডনেই কর্মরত সৌরভ-কন্যা। এক সময় ক্রিকেট মাঠে সচিন-সৌরভ জুটি ঝড় তুলত। এবার তাঁদের মেয়েরাও একই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পূর্ণ করলেন।


আরও পড়ুন: আইপিএল ফাইনালে ১২ বছর আগের বিসলা হয়ে উঠতে পারবেন গুরবাজ়?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।