মুম্বই: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হিসেবে দেখা যাবে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। গুজরাত টাইটান্স (Gujrat Titans) শিবিরের সঙ্গে দু বছর যুক্ত থাকার পর ফের নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরেছেন বঢোদরার অলরাউন্ডার। গত বছর বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে বল হাতে দেখা গিয়েছিল হার্দিককে। কিন্তু সেই ম্য়াচেই চোট পান তিনি। এরপর থেকে আর ২২ গজে এখনও পর্যন্ত ফেরেননি হার্দিক। তবে আসন্ন আইপিএলে তাঁকে চেনা মেজাজেই বল হাতে দেখা যাবে, এমনটাই জানালেন তারকা ক্রিকেটার। 


নিজেই সাংবাদিক বৈঠকে বলেন, ''আমি অবশ্যই বল করব আইপিএলে। বিশ্বকাপের সময় যে চোট পেয়েছিলাম তা সারিয়ে তুলেছিলাম গত জানুয়ারিতেই। আমি যখন পুরোপুরি ফিট হলাম, তখন আফগানিস্তান সিরিজ শুরু হয়ে গিয়েছিল। আর এরপর ম্য়াচ ছিল না সেভাবে। তাই আমি মাঠেও নামতে পারিনি। তবে আইপিএলে আমি পুরো ফিট হয়েই মাঠে নামতে চলেছি।''


পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্য়াচ চলাকালিন গোড়ালির চোটের জন্য ছিটকে গিয়েছিলেন হার্দিক। বঢোদরার অলরাউন্ডার বলছেন, ''বিশ্বকাপের প্রথম দিন থেকেই আমার মনে হয়েছিল চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যাব আমি। কিন্তু দেশের হয়ে খেলাটা সবসময় আমাকে উদ্বুদ্ধ করে। তার ওপর আবার বিশ্বকাপের মত মঞ্চ। আমি নিজেকে ১০ দিন টেনে নিয়ে গিয়েছিলাম। আর তাতেই হয়ত চোটটা আরও গভীর হল। শেষ পর্যন্ত বিশ্বকাপে আর নামতে পারিনি আমি দেশের হয়ে।''




মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। সপ্তদশ আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে বঢোদরার অলরাউন্ডারকে। টুর্নামেন্ট শুরুর আগে হার্দিক বলেছেন, 'দারুণ অনুভূতি। এই দল থেকেই আমার সফর শুরু হয়েছিল। দশ বছর পর সেই দলকেই আমি নেতৃত্ব দেব। দারুণ লাগছে।' উল্লেখ্য, ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএলে অভিষেক ঘটান হার্দিক। মুকেশ ও নীতা অম্বানির দলের হয়ে চার-চারটি ট্রফি জেতেন। তবে ২০২২ সালে তিনি গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবে দায়িত্ব নেন।






 

আগামী ২২ মার্চ চেন্নাই বনাম আরসিবি দিয়ে এবারের আইপিএল মরশুম শুরু হতে চলেছে।