চেন্নাই: মরশুম শুরুর আগেই আচমকাই চেন্নাই সুপার কিংসের (Chennai Suer Kings) নেতৃত্বে ব্যাটন তুলে দেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) হাতে। মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) নিজেই আচমকাই নেতৃত্ব থেকে সরে এসেছিলেন। গতকাল মরশুমের প্রথম ম্য়াচে আরসিবির বিরুদ্ধে রুতুরাজের নেতৃত্বেই জয় ছিনিয়ে নিয়েছিল সিএসকে। আর সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন শিবম দুবে। প্রথম একাদশে ছিলেন না। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে ২৮ বলে ৩৪ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি অলরাউন্ডার। তবে ধোনির আচমকা রুতুরাজকে নেতৃত্বভার তুলে দেওয়ার সিদ্ধান্ত অবাক হয়েছেন দুবে। নিজেই ম্য়াচের শেষে সে কথা জানিয়ে দিলেন।


গতকাল ম্য়াচের শেষে দুবে বলেন, ''আমি দু দিন আগেই জানতে পেরেছিলাম যে ধোনি ভাই নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। আমি শুনতে পেরে অবাক হয়ে গিয়েছিলাম। তবে আমার মনে হয় একদম যোগ্য ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া হয়েছে। রুতুরাজ একেবারে অনেকটা মাহি ভাইয়ের মতই। ঠাণ্ডা মাথার। চাপের মুখে স্নায়ুর চাপ নিয়ে খেলতে জানে। এটা সত্যিই দারুণ একটা অভিজ্ঞতা। আমি এর আগেও রুতুরাজের নেতৃত্বে খেলেছি। আমি জানি যে কেমন ধরণের মানুষ ও। আমার থেকে কেমন পারফর্ম আশা করে ও। আশা করি আমরা রুতুরাজের অধিনায়কত্বে ভাল পারফর্ম করব।''


 






গতকাল সিএসকের জয়ের পর রুতুরাজ বলেন, ''আমি দলকে নেতৃত্ব দেওয়াটা সবসময়ই উপভোগ করেছি, কখনই বাড়তি বোঝা হিসাবে মনে করিনি। অধিনায়কত্বের চাপ সামলানোর অভিজ্ঞতা আমার আছে। আর মাহি ভাইও তো রয়েইছেন। শুরুর দুই, তিন ওভার বাদে আমরা গোটা সময়ই ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলাম। ১০-১৫ রান কম হলেও আরও খুশি হতাম, কিন্তু আমার মতে ওরা শেষের দিকে ভাল খেলেছিল। ম্যাক্সওয়েল এবং ফাফের (ডু প্লেসি) উইকেট পরপর তুলে নেওয়াটা ম্যাচের টার্নিং পয়েন্ট আমার মতে। আমদের দ্রুত তিনটি উইকেট তুলে নেওয়াটা আমাদেরকে ম্যাচের রাশ হাতে তুলে নিতে সাহায্য করে।''


উল্লেখ্য, গতকাল আরসিবির বিরুদ্ধে ম্য়াচ জিতে এবারের আইপিএল অভিযান শুরু করেছে সিএসকে। ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্য়াচ জিতে যায় চেন্নাই সুপার কিংস।