চেন্নাই: বলা হয়, তিনি যা হাতে দেন, তাই সোনা ফলায়। তাঁর চোখ নাকি জহুরির। যোগিন্দর শর্মাকে রাতারাতি নায়ক বানিয়ে দিতে পারেন। অজানা, অখ্যাত তুষার দেশপাণ্ডে বা মাথিশা পাথিরানাদের কেরিয়ারের মোড় ঘুরে যায় তাঁর স্পর্শে।
তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। কিংবদন্তি ক্রিকেটার। ক্যাপ্টেন কুল। জোড়া বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফি। টেস্টে বিশ্বের সেরা দলের শিরোপা। আন্তর্জাতিক মঞ্চে এমন অনেক রঙিন পালক যুক্ত হয়েছে মাহির মুকুটে। আইপিএলে (IPL) জিতেছেন পাঁচ পাঁচটি ট্রফি। সঙ্গে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও। এবার ধোনির পরামর্শে এক তাক লাগানো পেসারকে শিবিরে ডাকল চেন্নাই সুপার কিংস।
শ্রীলঙ্কায় কলেজের একটি ম্যাচ। একদিকে সেন্ট জনস কলেজ। অন্য দিকে জাফনা সেন্ট্রাল কলেজ। সেই ম্যাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মাত্র ১৭ বছর বয়সী জাফনার এক ডানহাতি বোলার ব্যাটারকে বিধ্বস্ত করে দিয়ে ইয়র্কারে বোল্ড করেন। সেই বোলারের নাম, কুগাদাস মাথুলান।
ধোনির চোখে পড়ে সেই ভিডিও। তিনি তৎক্ষনাৎ চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টকে জানান। তারপরই সিএসকে যোগাযোগ করে কুগাদাসের সঙ্গে। সিএসকে নেটে বল করার জন্য ডাক পেয়েছেন শ্রীলঙ্কার তরুণ।
কুগাদাসের বোলিং অ্যাকশন দেখলে বিভ্রান্ত হতে পারেন। মনে হতে পারে, লাসিথ মালিঙ্গা কি অবসর ভেঙে ফের মাঠে নেমে পড়লেন? মালিঙ্গা বা গত আইপিএলে সিএসকে জার্সিতে নজর কেড়ে নেওয়া পাথিরানার মতো স্লিঙ্গিং অ্যাকশন। নিখুঁত ইয়র্কার করতে পারেন। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে কুগাদাস শুধু ব্যাটারকে বোল্ডই করছেন না, রীতিমতো মাটিতে ফেলে দিচ্ছেন।
হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু পাথিরানা। আইপিএলের শুরুর দিকে খেলতে পারবেন কি না, নিশ্চিত নয়। তিনি সেরে ওঠার আগে কি শ্রীলঙ্কার কোনও বিস্ময় পেসার আইপিএলে চমকপ্রদ আবির্ভাব ঘটাবেন?
আরও পড়ুন: IPL 2024 Exclusive: উইকেট পুজো করে, নারকেল ফাটিয়ে ইডেনে প্রস্তুতি শুরু কেকেআরের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে