জয়পুর: ঘরের মাঠে রবিবার এবারের আইপিএল (IPL 2024) অভিযান শুরু করতে চলেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্রথম ম্য়াচেই তাঁদের প্রতিপক্ষ লখন সুপার জায়ান্টস (Lucknow Super Gaints)। আর সেই ম্য়াচে নামার আগে রাজস্থান শিবিরে চলে এলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। অবাক হচ্ছেন লাইটি পড়ে? অন্তত ভিডিও ক্লিপস দেখলে আপনিও বলবেন যে অবিকল যেমন এমএসডি। অনুশীলনে নাগাড়ে হেলিকপ্টার শট দেখা গেল। আর শট হাঁকাচ্ছেন দলের তারকা ওপেনার জস বাটলার। উল্টোদিকে নেট বোলার বল করে গেলেন, আর ইংল্যান্ডের তারকা উইকেট কিপার ব্যাটার পরপর ধোনির মত হেলিকপ্টার শট মেরে গেলেন।


 






রাজস্থান রয়্যালস তাঁদের সোশ্যাল মিডিয়ায় বাটলারের শট হাঁকানোর ক্লিপ পোস্ট করেছে। সেখানে লেখা হয়েছে ''বাটলার হ্যাজ সেভেন লেটারস...''। রাজস্থান রয়্যালসের জার্সিতে দীর্ঘদিন ধরেই খেলছিলেন বাটলার। গত মরশুমে আইপিএলে ১৪ ম্য়াচে মোট ৩৯২ রান করেছিলেন ইংল্যান্ডের ব্যাটার। ওপেনিংয়ে তিনি ও যশস্বীই দলের গোড়াপত্তন করতে নামেন। ২০২২ আইপিএল মরশুমে ৮৬২ রান করেছিলেন বাটলার। সেবার অরেঞ্জ ক্যাপও জিতেছিলেন তিনি। রাজস্থানকে টুর্নামেন্টের ফাইনালে তোলার পেছনে অবদান ছিল বাটলারের।


৩৩ বছরের রাজস্থান রয়্যালসের এই প্লেয়ার আইপিএলে এখনও পর্যন্ত মোট ৯৬ ম্য়াচ খেলেছেন। ঝুলিতে পুরেছেন মোট ৩২২৩ রান। কেরিয়ারের বেশিরভাগ সময়টাই রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছেন বাটলার। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন তিনি। পাঁচটি শতরান ও ১৯টি অর্ধশতরান রয়েছে বাটলারের ঝুলিতে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১২৪ রানের ইনিংস খেলেছিলেন। সেটিই তাঁর আইপিএল কেরিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ রান। 


এবারও সঞ্জু স্যামসনের নেতৃত্বেই খেলতে নামবে রাজস্থান আইপিএলের সতেরো তম মরশুমে। নিলামের থেকে এবার রাজস্থান রভমন পাওয়েল ও নান্দ্রে বার্গারের মত তারকা পেসারকে দলে নিয়েছিল। এছাড়া অ্য়াডাম জাম্পা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর রঞ্জি জয়ী মুম্বই দলের অলরাউন্ডার তনুষ কোটিয়ানকে দলে নিয়েছিল রাজস্থান।  নিলামে ২০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল তনুষ কোটিয়ান। বেস প্রাইসেই এই প্লেয়ারকে দলে নেয় রাজস্থান। ১০ ম্য়াচে তনুষের রঞ্জিতে সংগ্রহ ছিল ২৯ উইকেট। এছাড়াও ব্যাট হাতেও গত রঞ্জিতে ১৪ ইনিংসে ব্যাট করে ৫০২ রান করেছেন। একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে।