কলকাতা: গতকাল কেকেআর বনাম গুজরাত টাইটান্সের (KKR vs Gujrat) ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে যায়। আর তার সঙ্গে সঙ্গেই একটা বিষয় পাকা হয়ে যায় যে কেকেআর এবারের আইপিএলে লিগ পর্যায়ে পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে থেকেই প্লে অফে যাচ্ছে। এই মুহূর্তে ১৩ ম্য়াচে ১৯ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে কেকেআর। আরও একটি ম্য়াচ বাকি রয়েছে তাঁদের। শেষ ম্য়াচে ১৯ মে রাজস্থানের বিরুদ্ধে মুখোমুখি হবে শ্রেয়স আইয়ারের দল। সেই ম্য়াচ জিতলে ২১ পয়েন্ট হবে। তখন তো নিঃসন্দেহে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকেই প্লে অফে পৌঁছাবে কেকেআর। কিন্তু যদি নাও জেতে সেই ম্য়াচ নাইটরা, তবেও দ্বিতীয় স্থানে থেকেই শেষ করবে তারা। কিন্তু সেক্ষেত্রে প্রথম স্থানে কোন দল উঠে আসতে পারে?  


আগেই মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। গতকাল কেকেআরের বিরুদ্ধে পয়েন্ট ভাগাভাগির পর অফিশিয়ালি ছিটকে যায় গুজরাত শিবিরও। বাকি থাকল সাত দল। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তাদের দুটো ম্য়াচ বাকি। তার মধ্যে একটি কেকেআরের বিরুদ্ধে। যদি রাজস্থান একটি ম্য়াচ জেতে ও একটি ম্য়াচ হারে। সেক্ষেত্রে ১৮ পয়েন্ট হবে তাদের। তারা দু নম্বরে থেকে শেষ করবে লিগ পর্যায়ের খেলা। যদি দুটো ম্য়াচই জেতে। তাহলে তাদের ২০ পয়েন্ট হবে। তারা তখন পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে, কেকেআর দুইয়ে নেমে যাবে। সিএসকের একটি ম্য়াচ বাকি। ঝুলিতে ১৪ পয়েন্ট তাদের। শেষ ম্য়াচে আরসিবির বিরুদ্ধে। সেই ম্য়াচ জিতলে ১৬ পয়েন্ট হবে ধোনিদের। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের ১২ ম্য়াচে ১৪ পয়েন্ট। তারা চেষ্টা করবে বাকি দুটো ম্য়াচই জেতার। সেক্ষেত্রে হেসেখেলে পয়েন্ট টেবিলের তিনে উঠে আসবে প্যাট কামিন্সের দল। 


বাকি রইল দিল্লি ও লখনউ সুপারজায়ান্টস। প্রথম দলটিও ১২ পয়েন্ট ঝুলিতে পুরেছে। এক্ষেত্রে আরসিবিও ১২ পয়েন্ট ঝুলিতে পুরেছে। কিন্তু নেট রান রেটে পিছিয়ে গিয়েছে অনেকটাই ঋষভ পন্থের দল। আজ লখনউয়ের বিরুদ্ধেই ম্য়াচ তাদের। কে এল রাহুলের দলের কাছে দুটো ম্য়াচ রয়েছে। তারা ২ ম্য়াচে ১২ পয়েন্ট ঝুলিতে পুরেছে। তাদের নেট রান রেটেও খুব খারাপ। তাই ম্য়াচ জেতাই শুধু নয়। বড় ব্যবধানে জেতার দিকে নজর দিতে হবে রাহুলদের। তাই আপাতদৃষ্টিতে দেখতে গেলে কেকেআর, রাজস্থান, সানরাইজার্স ও সিএসকে হয়ত প্রথম চারটি দল হবে পয়েন্ট টেবিলে।