কলকাতা: বলা হয়, তিনি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সেরা চিয়ারলিডার। তিনি মাঠে থাকা মানে বাড়তি উদ্যম পান কেকেআর (KKR) ক্রিকেটারেরা। কে-ই বা ভুলতে পারে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে আগের ম্যাচ? যেখানে চাপের মুখ থেকে দলকে ব্যাট হাতে উদ্ধার করেছিলেন আন্দ্রে রাসেল। আর একের পর এক ছক্কা উড়ে গিয়ে পড়েছিল গ্যালারির ঠিক সেই জায়গায়, যেখানে বসেছিলেন তিনি।


শাহরুখ খান (Shah Rukh Khan)। কেকেআরের অন্যতম মালিক। এবারের আইপিএলে যিনি নতুন উদ্যমে নেমেছেন। ১০ বছর ট্রফির দেখা পায়নি কেকেআর। এবার ট্রফি ফেরাতে মরিয়া কিংগ খান। তিনি নিজে কথা বলে মেন্টর হিসাবে দলের দায়িত্ব নিতে রাজি করিয়েছেন গৌতম গম্ভীরকে। সেই গম্ভীর, যাঁর নেতৃত্বে জোড়া আইপিএলে জিতেছিল কেকেআর। তিন বছরের ব্যবধানে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে কেকেআর ট্রফি জেতার পর মাঠে নেমে তাঁর সামারসল্ট আইপিএলের রূপকথায় জায়গা করে নিয়েছে।



রবিবার বাংলার নববর্ষ। নতুন পোশাকে, মিষ্টি মুখে, পুজো অর্চনায় দিনটি উদযাপিত হচ্ছে গোটা বাংলায়। আর সেদিনই ইডেনে নামছে কেকেআর। প্রতিপক্ষ, লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে মাঠে থাকবেন শাহরুখ। তিনি শনিবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। সঙ্গে রয়েছে কন্যা সুহানা ও ছোট ছেলে আব্রামও। বলিউডের অভিনেত্রী অনন্যা পাণ্ডেও এসেছেন কিংগ খানের সঙ্গে। রবিবার মাঠে বসে দলের হয়ে গলা ফাটাবেন শাহরুখ।


পয়েন্ট টেবিলে ভাল জায়গায় রয়েছে কেকেআর। চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয়। তবে শেষ ম্যাচে ধাক্কা খেতে হয়েছে। চিপকে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে কেকেআর। এই মুহূর্তে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রয়েছে কেকেআর। রবিবার ২ পয়েন্ট পেলে ভাল প্লে অফের দৌড়ে ভাল জায়গায় থাকবে কেকেআর।


শাহরুখ খানও নিশ্চয়ই বি ব্লকের ভিআইপি বক্সের সামনে দুহাত বাজপাখির ডানার মতো মেলে দিয়ে স্বপ্ন ফেরি করবেন। ইডেন গার্ডেন্সের মিউজ়িক সিস্টেমে হয়তো বেজে উঠবে, 'ঝুমে যো পাঠান মেরি জান...'          


আরও পড়ুন: ভারতে তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার জন্য উদ্যোগী লা লিগা, হাত মেলাল ভবানীপুর ক্লাব


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।