সন্দীপ সরকার, কলকাতা: ক্রিকেটে একটা বেদবাক্য আছে। পাকড়ো ক্যাচ, জিতো ম্যাচ। বাংলা করলে দাঁড়ায়, ক্যাচ ধরো ম্যাচ জেতো।


আর তা না ধরলে কী হতে পারে, শুক্রবার হাড়ে হাড়ে টের পেল পাঞ্জাব কিংস (KKR vs PBKS)। এক-আধটা নয়, তিনটি ক্যাচ ফেললেন পাঞ্জাব কিংসের ক্রিকেটারেরা। 


শুরুটা কলকাতা নাইট রাইডার্স ইনিংসের তৃতীয় ওভারে। ব্যক্তিগত ১৬ রানে থাকার সময় হর্ষল পটেলের বলে সুনীল নারাইনের সহজ ক্যাচ ফেললেন হরপ্রীত ব্রার। তারপর অর্শদীপ সিংহের বলে ৩৪ রানে থাকার সময় ফিল সল্টের ক্যাচ ফেললেন স্যাম কারান। যিনি শিখর ধবনের অনুপস্থিতিতে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। ৩৫ রানে ফের একবার সল্টের ক্যাচ পড়ল। এবার ফেললেন কাগিসো রাবাডা। হতভাগ্য বোলারের নাম রাহুল চাহার।


নারাইন (Sunil Narine) ৩২ বলে ৭১ রান করে গেলেন। ৯টি চার ও চার ছক্কায় সাজানো ইনিংস। ফিল সল্ট (Phil Salt) ৩৭ বলে করলেন ৭৫ রান। আধ ডজন করে চার ও ছক্কা। হর্ষল পটেলের পুনর্জন্ম হয়েছে এবারের আইপিএলে। ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন। তাঁরে পাড়ার বোলারের স্তরে নামিয়ে আনলেন কেকেআরের দুই ওপেনার। হর্ষলের বলে সল্টের একটা ছক্কা উড়ে গিয়ে পড়ল ক্লাব হাউসের এক তলায় ড্রেসিংরুমের সামনে। মাঠের জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠল, 'অফ টু সল্ট লেক'। সল্টের ছক্কা যেন উড়ে গিয়ে পড়ল সল্ট লেকে। এতই শটের জোর।


ওপেনারেরা ৬২ বলে ১৩৮ রান যোগ করলেন। ইডেনে এটাই সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। একটা সময় মনে হচ্ছিল, নারাইন ও সল্ট, দুজনই সেঞ্চুরি করবেন। সেই আশা পূর্ণ হয়নি। তবে নাইটদের বিরাট স্কোর তোলা আটকায়নি। ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়ে ১২ বলে ২৪ করলেন আন্দ্রে রাসেল। যে শ্রেয়স আইয়ারের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার ঝড়, সেই তিনিই এদিন ১০ বলে ২৮ রান করলেন। 


প্রথমে ব্যাট করে কেকেআর বোর্ডে তুলল ২৬১/৬। ইডেনে এটাই সর্বোচ্চ দলগত স্কোর। কেকেআরেরও এই মাঠে এটা সর্বোচ্চ স্কোর। কলকাতা জুড়ে তীব্র দাবদাহ চলছে। বৃষ্টির দেখা নেই। শুক্রবারের ইডেন দর্শক অবশ্য বৃষ্টি দেখল। তবে সেটা চার ছক্কার। গোটা ইনিংসে ২২টি চার ও ১৮টি ছক্কা। বি ব্লকের ভি ভি আইপি বক্সে বসে যা দেখে শিশুর মতো হাততালি দিয়ে উঠলেন শাহরুখ খানও। কেকেআর মালিকও হয়তো বুঝে গিয়েছেন, অলৌকিক কিছু না হলে এই রাত তাঁর ও তাঁর নাইটদের।


আরও পড়ুন: আশঙ্কাই সত্যি, কেকেআরের দল থেকে স্টার্ক বাদ, কেন কোপ পড়ল বিশ্বকাপজয়ী তারকার ওপর?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।