সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) যে কোনও দিন কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্র্যাক্টিস দেখতে যান। শুরুতেই সবার দু'চোখ খোঁজে তাঁকে। দীর্ঘকায়। সাফল্যের ঝুলি উপচে পড়ছে। দু-দুটি ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ। সঙ্গে আইপিএলে রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দামে বিক্রি হওয়ার জৌলুস।


কিন্তু পারফরম্যান্স দিয়ে নিজের রেকর্ড দামের প্রতি সুবিচার করতে পারছেন না মিচেল স্টার্ক (Mitchell Starc)। অস্ট্রেলীয় পেসারকে শেষ ওভারে তিন ছক্কা মেরে আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন কর্ণ শর্মা। কোনওক্রমে ১ রানে সেই ম্যাচ জিতেছিল কেকেআর। তবে অস্ট্রেলীয় পেসারকে নিয়ে সমালোচনা আরও তীব্র হয়েছে।


আর নিন্দার ঝড়ের মধ্যেই প্র্যাক্টিস থেকে দূরে থাকলেন স্টার্ক। পরপর দুদিন। শুক্রবার ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ নাইটদের। যে ম্যাচকে বলা হয় বীর-জ়ারার লড়াই। কারণ, পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। কেকেআরের মালিক শাহরুখ। পর্দায় যাঁদের বিখ্যাত ছবি বীর-জ়ারা। শুক্রবারও দুজনেরই মাঠে থাকার কথা। সেই ম্যাচের আগে বুধবার কেকেআরের ঐচ্ছিক অনুশীলন ছিল। সেদিন বল করেননি স্টার্ক। মনে করা হয়েছিল, নাইট শিবির থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ফাস্টবোলারকে। প্রবল দাবদাহে যাতে অতিরিক্ত ধকল না পড়ে যায় স্টার্কের ওপর, সেটা নিশ্চিত করতে।


তবে জল্পনা বাড়িয়ে ম্যাচের আগের দিন, বৃহস্পতিবারও নেটে বল করলেন না স্টার্ক। শোনা যাচ্ছে, আরসিবির বিরুদ্ধে আগের ম্যাচে শেষ ওভারে ফলো থ্রুতে কর্ণ শর্মার নীচু ক্যাচ ধরতে গিয়ে আঙুলে যে চোট পেয়েছিলেন স্টার্ক, সেটি এখনও সারেনি। শুক্রবার তিনি খেলবেন কি না, সংশয় থেকে যাচ্ছে।


ঠিক যেমন আচমকাই ধন্দ তৈরি হয়েছে শ্রেয়স আইয়ারকে নিয়েও। বৃহস্পতিবার নেটে ব্যাটিং করলেন না শ্রেয়স। তবে তাঁর একটি ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। তাহলে কি পিঠের চোট ফিরে এল শ্রেয়সের? নীতীশ রানা পুরো সুস্থ নন। এই পরিস্থিতিতে শ্রেয়স খেলতে না পারলে সমস্যায় পড়তে হবে নাইটদের।


অন্যদিকে, এই ম্যাচেও শিখর ধবনকে পাচ্ছে না পাঞ্জাব। বৃহস্পতিবার পাঞ্জাবের স্পিন বোলিং কোচ সুনীল যোশী বলে গিয়েছেন, 'ধবন ছন্দে ছিল। ওর ব্যাটিংয়ের অভাব টের পাচ্ছি আমরা। ও সেরে উঠছে। আমাদের পরের ম্যাচে ওকে আশা করছি পাওয়া যাবে।'


আরও পড়ুন: টি-টোয়েন্টি ক্রিকেটে কোন মন্ত্রে সফল? কেকেআরের কাঁটা হয়ে উঠবেন ইডেনে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।