সন্দীপ সরকার, কলকাতা: পাঞ্জাব কিংসের (Punjab Kings) সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার তিনি। টুর্নামেন্টের শুরুতে ছন্দে ছিলেন। ৫ ম্যাচে একটি হাফসেঞ্চুরি, ১৫২ রান করেছিলেন। কিন্তু কাঁধের চোট কাঁটা হয়ে দাঁড়ায় শিখর ধবনের (Shikhar Dhawan)। পাঞ্জাব কিংসের শেষ তিন ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক। ধবনের পরিবর্তে পাঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছেন স্যাম কারান। পয়েন্ট টেবিলেও ক্রমশ পিছোচ্ছে পাঞ্জাব কিংস। ৮ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট। পয়েন্ট টেবিলে ৯ নম্বরে আছে পাঞ্জাব। বাকি আট ম্যাচের সবকটি জিতলে তবেই প্লে অফের দরজা খুলতে পারে পাঞ্জাবের।


কাজটি কঠিন। তবে অসম্ভব নয়। শুক্রবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে প্রীতি জিন্টার দল। সেই ম্যাচে কি খেলতে পারবেন ধবন? 


মঙ্গলবার কলকাতায় পৌঁছে গিয়েছে পাঞ্জাব কিংস। বুধবার ইডেনে পুরোদমে অনুশীলন করল পাঞ্জাব। ধবনও ছিলেন প্র্যাক্টিসে। দেখে অন্তত তাঁকে সম্পূর্ণ ফিট মনে হয়নি। দিল্লির বাঁহাতি ব্যাটার নেটে ব্যাটিং করেননি। জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোনের মতো বিদেশি তারকা হোক বা শশাঙ্ক সিংহ, আশুতোষ শর্মার মতো ভারতীয় তরুণ - সকলে যখন নেটে পুরোদস্তুর ব্যাটিং করলেন, তখন ধবনকে দেখা গেল ক্লাব হাউসের ঠিক সামনের অংশে নকিং করছেন। তাও শুধু ড্রাইভ শট খেলতে দেখা গেল বাঁহাতি ব্যাটারকে।


টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বোলাররা নানা কৌশলে ব্যাটারকে কোণঠাসা করতে চাইবেন। শরীর লক্ষ্য করে ধেয়ে আসবে শর্ট বল। যা সামলানোর জন্য পুল, হুক বা কাট অনায়াসে খেলতে হবে ব্যাটারকে। তবেই বোলার জব্দ হবে। 


ধবনকে দেখে অন্তত পুরো ফিট মনে হয়নি। শুক্রবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচ। মাঝে আর মাত্র ২৪ ঘণ্টা সময়। খুব অলৌকিক কিছু না ঘটলে এই একদিনের মধ্যে ম্যাচ ফিট হয়ে ওঠার সম্ভাবনা কম। নাইটদের বিরুদ্ধেও হয়তো স্যাম কারানই নেতৃত্ব দেবেন প্রীতি জিন্টার দলকে।


 






শুক্রবার সন্ধ্যা সাতটায় শ্রেয়স আইয়ারের সঙ্গে শিখর ধবন টস করার জন্য ইডেনের বাইশ গজে গেলে অন্তত ভীষণভাবে অবাক হতে হবে।


আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে সবচেয়ে বেশি রান, রেকর্ড সংখ্যক ম্যান দ্য ম্যাচ, বার্থ ডে বয়ের কীর্তি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।