কলকাতা: সম্ভাবনা ছিলই। এবার সেই সম্ভাবনাই সত্যি হল। পিছিয়ে গেল কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচের সূচি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৭ এপ্রিল হওয়ার কথা ছিল এই ম্য়াচ। কিন্তু নতুন যে দিন নির্বাধণ করা হয়েছে ম্য়াচের, তা একদিন এগিয়ে গিয়েছে। আগামী ১৬ এপ্রিল মুখোমুখি হবে ২ দল ইডেনে। আগামী ১৭ এপ্রিল রয়েছে রামনবমী। আর তার জন্যই দিন বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এর আগে শোনা গিয়েছিল যে রামনবমীর জন্য ঝামেলা হতে পারে, এই জটিলতার কারণে ভেন্যু বদলে দিতে চেয়েছিল বিসিসিআই। কিন্তু কেকেআর টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে ইডেনেই খেলবে শ্রেয়স আইয়ারের দল। কলকাতার মানুষদের সমর্থন সঙ্গে নিয়েই হোম ম্য়াচ খেলতে চায় দল। এরপরও বৈঠক হয় ও এই সিদ্ধান্ত নেওয়া হয় যে ১৬ এপ্রিল ম্য়াচ আয়োজন করা হবে। আসলে রামনবমীর দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল বের হতে পারে। ফলে নিরাপত্তজনিত একটি ইস্যু থেকেই যায়। তাই ওইদিনই ম্য়াচ আয়োজন করতে তা ঝুঁকি নেওয়া হত বলে মনে করছিল বোর্ড। 


এর আগে ১৪ এপ্রিল লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধেও খেলতে নামবে কেকেআর শিবির। অর্থাৎ ১৪ থেকে ১৬ এপ্রিল, তিনদিনের মধ্যে দুটো হোম ম্য়াচ খেলবে কেকেআর। সানরাইজার্সের বিরুদ্ধে ২২ মার্চ ঘরের মাঠে শেষবার খেলেছিল কেকেআর। এরপর আরসিবিকে চিন্নাস্বামীতে গিয়ে হারিয়েছে শ্রেয়সের দল। আগামীকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলা তাদেরই হোমগ্রাউন্ডে। এরপর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চিপকের মাটিতে খেলতে নামবে কেকেআর। এরপর একেবারে ১৪ এপ্রিল লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে কেকেআর শিবির। 


এদিকে, গতকাল মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর সঙ্গে সঙ্গেই চলতি আইপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল রাজস্থান রয়্যালস। ২৭ বল বাকি থাকতেই ছয় উইকেটে জয় পেল রাজস্থান। জয়ের হ্যাটট্রিকে লিগ তালিকায় তিন থেকে একলাফে একেবারে শীর্ষে পৌঁছে গেলেন স্যামসনরা। অপরদিকে, হারের হ্যাটট্রিকে লিগ তালিকার লাস্টবয় মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের একমাত্র দল হিসাবে জয়হীন রয়ে গেল আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়নরা। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে মুম্বই এবার প্রথম ম্য়াচে গুজরাত টাইটান্স, দ্বিতীয় ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ও গতকাল রাজস্থানের বিরুদ্ধে হেরে গেল।


আরও পড়ুন: ইফুটবল তো খেলেন, ফুটবল দেখেনও, কিন্তু এই খেলার চমৎকার তথ্যগুলো জানেন কি?