কলকাতা: দশ বছর হতে চলল ট্রফিহীন কলকাতা নাইট রাইডার্স (KKR)। সেই কবে, ২০১৪ সালে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নেতৃত্বে আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তারপর থেকে ট্রফির দেখা নেই। ঘটনাচক্রে, দলকে জোড়া আইপিএল দেওয়া গম্ভীরকেই এবার মেন্টর করে ফিরিয়েছে কেকেআর। বদলেছে দলের খোলনলচেও। শনিবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছেন নাইটরা। এই ম্যাচে কেমন হবে কেকেআরের সম্ভাব্য একাদশ? ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবেই বা সুযোগ পাবেন কে?


নাইটদের সবচেয়ে বড় ধন্দ একটা জায়গা নিয়ে। ওপেনিংয়ে কাকে খেলানো হবে? আফগানিস্তানের রহমনউল্লাহ গুরবাজ়, নাকি ইংল্যান্ডের ফিল সল্ট? 


দুজনই ছন্দে রয়েছেন। দুজনই উইকেটকিপার। ইংরেজ সল্ট কেকেআরের প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন। তাঁকে খেলানোর দিকেই পাল্লা ভারি। সেক্ষেত্রে গুরবাজ়কে বসতে হতে পারে।


অন্যদিকে, সাত বছর পর কেকেআরে ফিরেছেন ২০১৪ সালে ফাইনালের নায়ক মণীশ পাণ্ডে। কেকেআরকে শেষ আইপিএল দেওয়ার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিল তাঁর ব্যাট। গৌতম গম্ভীরও ভরসা করেন কর্নাটকের ক্রিকেটারকে। হায়দরাবাদের বিরুদ্ধে কি খেলানো হবে তাঁকে? মণীশ খেললে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হতে পারে বরুণ চক্রবর্তী বা সূয়স শর্মাকে।


সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাটিং করলে খেলতে পারেন আব্দুল সামাদ। পরে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে তাঁর পরিবর্তে দলে ঢুকতে পারেন টি নটরাজন। প্রথমে ফিল্ডিং করলে হবে উল্টোটা। অর্থাৎ, নটরাজন খেলবেন প্রথম দলে এবং সামাদ আসবেন দলের ব্যাটিংয়ের সময়। 


কেকেআর ও হায়দরাবাদ - দুই দলই চাইবে ম্যাচ জিতে অভিযান শুরু করতে। গতবার ইডেনে জিতেছিল হায়দরাবাদ। হ্যারি ব্রুকের সেঞ্চুরির সুবাদে। এবার কেকেআরের বদলা নেওয়ার পালা। পারবেন নাইটরা?


কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল (ইমপ্যাক্ট প্লেয়ার সহ): বেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, মণীশ পাণ্ডে, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও সূয়স শর্মা।


সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দল (ইমপ্যাক্ট প্লেয়ার সহ): ময়ঙ্ক অগ্রবাল, ট্র্যাভিস হেড, রাহুল ত্রিপাঠি, এইডেন মারক্রাম, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, ময়ঙ্ক মারকাণ্ডে, উমরন মালিক ও টি নটরাজন।


আরও পড়ুন: পিঠের ব্যথা কমেছে? ফিটনেস নিয়ে বিরাট আপডেট দিলেন কেকেআর অধিনায়ক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে