মুম্বই: রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে যখন নেতৃত্বের ব্যাট তুলে দেওয়া হয় হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) হাতে, তখন থেকেই বিতর্কের সূত্রপাত। আইপিএলে (IPL 2024) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অভিযান শেষ হয়ে যাওয়ার পরেও সেই বিতর্কের জল থামার লক্ষণ নেই।


কুৎসিত পারফরম্যান্স করেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত অধিনায়ক হিসাবে যে দলকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। এবারের পয়েন্ট টেবিলে ১০ নম্বরে শেষ করেছে মুম্বই। দশ দলের মধ্যে লাস্ট বয়। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচেও লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। 


গোদের ওপর বিষফোঁড়ার মতো হয়ে রইল হার্দিকের শাস্তি। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মন্থর ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসিত হলেন হার্দিক। কিন্তু যেহেতু মুম্বই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে সব ম্যাচ খেলে ফেলেছে, এবং প্লে অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে, তাই হার্দিকের নির্বাসনের শাস্তি এই আইপিএলে হচ্ছে না। তবে হার্দিকের শাস্তি মকুব হচ্ছে না। বরং তা ঝুলে থাকছে পরের আইপিএল পর্যন্ত। পরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। যা মুকেশ ও নীতা অম্বানির দলের কাছে বিরাট এক ধাক্কা।


লখনউ ম্যাচের পর হতশ্রী পারফরম্যান্সের জন্য গ্যালারির ধিক্কারকে দায়ী করলেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার। বিশেষ করে প্রত্যেক ম্যাচে হার্দিককে যেভাবে নিশানা করেছেন ক্রিকেটপ্রেমীরা, তা বঢোদরার অলরাউন্ডারের পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল বলে মনে করছেন বাউচার। তাঁর কথায়, 'প্রত্যেক ম্যাচে টিটকিরি শুনতে নিশ্চয়ই খুব ভাল লাগার কথা নয়। আমার অবশ্যই হার্দিকের জন্য খারাপই লেগেছে। এরকম কিছুর একটা মধ্যে দিয়ে যাওয়া সহজ নয়। কয়েকটা ব্যাপার আছে যেগুলো নিয়ে আমাদের ভাবনাচিন্তা করা উচিত। এবং আমরা সেগুলো করবও।'


 






মুম্বই ইন্ডিয়ান্সের কোচ যোগ করেছেন, 'এটা সঠিক সময় নয়। প্রত্যেকেই হতাশ। আবেগপ্রবণ। তাই এখন কোনও ভাল সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমাদের চিন্তাভাবনা করতে হবে।' 


আরও পড়ুন: ইডেনে আইপিএলের শেষ ম্যাচের পরই বাংলার ক্রিকেটে আচমকা পদত্যাগের ঢল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।