বেঙ্গালুরু: শোয়েব আখতারের মতো নয় তাঁর রান আপ। পাকিস্তানের আখতার বাউন্ডারি লাইনের কাছ থেকে বল হাতে দৌড় শুরু করতেন। দেখলেই হাড় হিম হয়ে যেত ব্যাটারদের।
তাঁর চেহারাও শীর্ণকায়। অন্য পেসারদের মতো পেশিবহুল শরীর নয়। অথচ বল হাতে আগুন ছোটাচ্ছেন। চলতি আইপিএলে দ্রুততম বলটি বেরিয়েছে তাঁর হাত থেকেই। নিখুঁত ইয়র্কার। দুরন্ত লাইন-লেংথ। হইচই ফেলে দিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে খেলা ময়ঙ্ক যাদব (Mayank Yadav)।
তাঁকে নিয়ে মুগ্ধতার কথা জানালেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) অলরাউন্ডার গ্লেন ম্য়াক্সওয়েল (Glenn Maxwell)। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে যাঁর ডাবল সেঞ্চুরি সাড়া ফেলে দিয়েছিল। তবে ময়ঙ্কের গতিতে পর্যুদস্ত হয়েছেন অজ়ি তারকাও। আরসিবি-র বিরুদ্ধে লখনউয়ের জয়ের নায়ক ময়ঙ্ক। যাঁকে দেখে অস্ট্রেলিয়ার শন টেটের কথা মনে পড়ে যাচ্ছে ম্যাড ম্যাক্সের। আইপিএলে দ্রুততম বলটিও করেছিলেন শন টেট।
ম্যাক্সওয়েল বলেছেন, 'পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ওর বোলিং দেখেছিলাম। পাঞ্জাবের ব্যাটারদের কয়েকজনকে গতিতে পরাস্ত করেছিল। আমিও অল্পবিস্তর হোমওয়ার্ক করে নেমেছিলাম। তবে এরকম কাউকে যতক্ষণ না খেলছো, কোনও হোমওয়ার্কই কাজে দেয় না। যতক্ষণ না হাত থেকে বলটা বেরিয়ে শরীর লক্ষ্য করে ধেয়ে আসছে। তখনই লাইন-লেংথ বোঝার চেষ্টা শুরু হয়।'
ম্যাক্সওয়েল যোগ করেছেন, 'ও আমায় প্রথম বলটা করে হাই বাউন্সার। বেঙ্গালুরুর উইকেটে দুরকম গতি রয়েছে। প্রথম বলটা যা ভেবেছিলাম, তার চেয়ে ধীরে আসে। আমার মনে হল, মন্দ নয়। তার পরের বলটাই কঠিন লেংথে পড়ল আর যা ভেবেছিলাম তার চেয়ে দ্রুত এল। আমি ভেবেছিলাম লেংথ ধরতে পেরেছি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই বল ব্যাটের ওপরের দিকে লেগে ওপরে ক্যাচ উঠে গেল।'
এরপরই ম্যাক্সওয়েল যোগ করেছেন, 'ওর বলে বাড়তি গতি রয়েছে যা এখনকার ক্রিকেটে বড় একটা দেখা যায় না। ঘণ্টায় ১৪০ বা মাঝ ১৪০ কিলোমিটার গতিতে বল করতে দেখা যায় অনেককে। কিন্তু ঘণ্টায় দেড়শো কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারলে তা ভয়ঙ্কর।' ম্যাক্সওয়েলের মতে, ময়ঙ্কের সঙ্গে তুলনা চলতে পারে শন টেটের। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে যাঁর বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে ম্যাক্সওয়েলের।
ম্যাক্সওয়েল আরও বলেছেন, 'ময়ঙ্কের অ্যাকশন দারুণ। গতির দিত থেকে সেরা সময়ের শন টেটের মতো।'
আরও পড়ুন: কেকেআরকে হারিয়ে দিতে পারত দিল্লি, পন্থের ভুলের খেসারত দিতে হল গোটা দলকে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।