লখনউ: বয়স মাত্র ২১। আইপিএলে তিনটি ম্য়াচ খেলার সুযোগ পেয়েছেন এখনও পর্যন্ত। আর তাতেই গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন নিজের গতি দিয়ে। এখনও পর্যন্ত মোট ৬ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন ময়ঙ্ক যাদব। আরসিবি ও পাঞ্জাবের বিরুদ্ধে ম্য়াচে তিনটি করে উইকেট নেন তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্য়াচে একানা স্টেডিয়ামে খেলতে নেমেই চোটের কবলে পড়তে হয়েছিল। তাই এক ওভার বল করেই মাঠ ছাড়েন তিনি। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। তবে সূত্রের খবর, আগামীকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলায় হয়ত দেখা যাবে ময়ঙ্ককে।


 






খেলার আগের দিন লখনউ সুপারজায়ান্টসের সহকারী কোচ শ্রীধর শ্রীরাম জানান, ''অনেকটা ফিট মনে হচ্ছে ময়ঙ্ককে এই মুহূর্তে। ও নেটে ছন্দে বল করছে। কিন্তু আমরা ম্য়াচের আগে একটা চূড়ান্ত ফিটনেস টেস্টের রিপোর্ট দেখব। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে যে আদৌ ময়ঙ্ককে রাজস্থানের বিরুদ্ধে খেলানো হবে কি না।'' শ্রীরাম আরও বলেন, ''ময়ঙ্ক দুর্দান্ত একজন প্রতিভা। ও খুব ভাল করেই জানে যে ওর কী করা উচিত আর কী করা উচিত নয়। এই ধরণের গতি নিয়ে যে লেংথে বল করে যায় ও তা অন্য কারও পক্ষে করা সম্ভব নয়। আর এখানেই ও স্পেশাল সবার থেকে।''


ময়ঙ্ক নিজের আইপিএল অভিষেকেই এমন নজর কেড়েছেন যে আগামী জুনে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অনেকেই তাঁকে দেখতে চান। ধারাবাহিকভাবে প্রতি ঘণ্টায় দেড়শো কিমি গতিতে বল করার ক্ষমতা রাখেন এই দিল্লির তরুণ। বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় পেস বোলার ব্রেট লি, ডেল স্টেনের মত কিংবদন্তিরাও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ময়ঙ্কের। 


এই মুহূর্তে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত ৮ ম্য়াচের মধ্যে সাত ম্য়াচ জিতে ১৪ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে তারা। এমনকী প্লে অফের জায়গাও প্রায় পাকাই বলা যায় স্যামসন বাহিনীর। লখনউ অন্যদিকে আট ম্য়াচের মধ্যে পাঁচ ম্য়াচ জিতে ঝুলিতে ১০ পয়েন্ট পুরে নিয়েছে। আগামীকাল নিজেদের ঘরের মাঠে রাজস্থানের অশ্বমেধের ঘোড়া আটকাতে পারে কি না লখনউ, তা দেখার।