কলকাতা: আপনি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সমর্থক? কেকেআরের (KKR) হয়ে গলা ফাটাতে নিয়মিত মাঠে যান? শনিবার, ২৩ মার্চ ইডেনে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের টিকিট কেটে ফেলেছেন? তবু সংশয়ে রয়েছেন গভীর রাতে বাড়ি ফেরা নিয়ে?


আইপিএলের (IPL 2024) মরশুমে ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ ব্যবস্থা মেট্রো রেলওয়ের (Metro Railway)। ইডেনে নাইটদের ম্যাচের দিন থাকছে বাড়তি ট্রেন। বুধবার ঘোষণা করে দিল রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, 'ক্রিকেটপ্রেমীদের কাছে সুখবর। আইপিএল শুরু হয়ে যাচ্ছে। আগামী ২৩ মার্চ, শনিবার ইডেন গার্ডেন্সে ম্যাচ রয়েছে। সেদিন খেলা দেখে বাড়ি ফেরার জন্য  বিশেষ মেট্রোও আছে। মেট্রো রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে দুটি ট্রেন চালাবে। একটি ট্রেন এসপ্লানেড থেকে দক্ষিণেশ্বর যাবে। সেই ট্রেনটি এসপ্লানেড স্টেশন থেকে ছাড়বে রাত ১২.১৫-তে। সমস্ত স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে সেই ট্রেন দক্ষিণেশ্বরে পৌঁছে রাত ১২.৪৮-এ। আর একটি ট্রেন এসপ্লানেড থেকে যাবে কবি সুভাষের দিকে। সেই ট্রেনটিও ছাড়বে রাত ১২.১৫তে। ১২.৪৮ মিনিটে পৌঁছবে কবি সুভাষে। আপনারা নিশ্চিন্তে খেলা দেখুন। মেট্রো রেলওয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেবে।'


আইপিএল শুরু হতে আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। প্রথম দফায় ৭ এপ্রিল পর্যন্ত ক্রীড়াসূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লোকসভা নির্বাচনের নির্ঘণ্টের জন্য অপেক্ষা করা হচ্ছিল বোর্ডের তরফে। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। শীঘ্রই আইপিএলের বাকি পর্বের সূচিও ঘোষণা হয়ে যাবে। প্রথম পর্বে অবশ্য ঘরের মাঠে একটিমাত্র ম্যাচ রয়েছে কেকেআরের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেই ম্যাচই আবার টুর্নামেন্টে কেকেআরের প্রথম দ্বৈরথ। ঘরের মাঠে ম্যাচ দিয়েই অভিযান শুরু করছেন নাইটরা। সেই ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। আইপিএল জ্বর ক্রমশ মাথাচাড়া দিচ্ছে শহরে। শনিবার কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দেখে কীভাবে বাড়ি ফিরবেন, তা নিয়ে অনেকেই বেশ চিন্তিত ছিলেন। তবে মেট্রো রেলের তরফে বিশেষ ট্রেন চলাচলের সূচি ঘোষণা করার পরই আশ্বস্ত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা।                    


আরও পড়ুন: IPL 2024 Exclusive: রাত জেগে শরীরচর্চা, সারাদিন ঘুম, আন্দ্রে রাসেলের অবাক করা রুটিন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে