নয়াদিল্লি: দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে যোগ দিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। গতকালই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। গত মরশুমে ঋষভ পন্থের (Rishabh Pant) অনুপস্থিতিতে দিল্লির (Delhi Capitals) অধিনায়ক হিসেবে দেখা গিয়েছিল বাঁহাতি অজি ওপেনারকে। এবার যদিও অধিনায়ক নন, শুধু ব্যাটার হিসেবেই খেলবেন তিনি। তবে ওয়ার্নার ভারতের মাটিতে পা রেখেছেন, আর কিছু অভিনবত্ব দেখা যাবে না তা হতে পারে নাকি!


ভারতে যখনই খেলতে এসেছেন, তখনই এখানকার সংস্কৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে দিয়েছেন একেবারে। বলিউডের বিভিন্ন গানে রিলস বানাতে দেখা গিয়েছে তাঁকে এর আগে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছিল পুষ্পা সিনেমার বিখ্যাত গান শ্রীবল্লি গানে বানানো রিলসটি। ভারতে যখনই এসেছেন সমর্থকরা তাঁর কাছে পুষ্পার মত নাচের তালে তাল মেলাতে অনুরোধ করেছে। এমনকী ওয়ান ডে বিশ্বকাপের সময়ও মাঠেই পা টেনে টেনে শ্রীবল্লি গানের তালে নেচেছিলেন অজি দলের সতীর্থদের সঙ্গে। এবার আইপিএলে দিল্লি শিবিরে যোগ দিতেই তাঁকে অভিনবভাবে অভ্যর্থনা জানানো হল। হোটেল ঢুকতেই স্টাফরা সবাইকে ঝুঁকেগা নেহি স্টাইল কপি করেন ওয়ার্নারকে দেখেই। উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয় অজি ওপেনারকে। 


 






ঋষভ পন্থ দলের সঙ্গে যোগ দেওয়ায় এবার তাঁর নেতৃত্বেই খেলবে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস শিবির এই মুহূর্তে বিশাখাপত্তনমে রয়েছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নামবে তাঁরা। আগামী শনিবার প্রথম ম্য়াচ খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। 


২০২২ সালের ডিসেম্বর মাসে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন পন্থ। ১৪ মাস তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারেননি। তবে আইপিএলের মাধ্যমেই তিনি ক্রিকেটে প্রত্য়াবর্তন ঘটাতে চলেছেন। বিশাখাপত্তনমে জোরকদমে দিল্লির হয়ে অনুশীলন সারার পাশাপাশি পন্থ কিন্তু সতীর্থ, কোচ পন্টিংয়ের সঙ্গে বেশ খোশমেজাজে আড্ডাও দেন। দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ''ঋষভকে আমাদের অধিনায়ক হিসেবে পুনরায় স্বাগত জানাতে পেরে উচ্ছ্বসিত। প্রত্যয়ী এবং নির্ভীক মনোভাবের পন্থের ক্রিকেটটাও একইরকম। ওর ফিরে আসার লড়াইয়ে এই দুই চারিত্রিক বৈশিষ্ট্যের উদাহরণ পাওয়া গিয়েছে। নতুন মরশুমে নতুন উদ্যম, প্যাশন এবং উদ্দীপনা নিয়ে ওকে আমাদের দলকে নেতৃত্ব দিতে দেখার তর আর সইছে না যেন।''