চেন্নাই : আইপিএলের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস। দক্ষ বোলার, ব্যাটার বা ফিল্ডার হোক, কিংবা সাফল্যের নিরিখে বরাবর নজর কেড়েছে এই ফ্র্যাঞ্চাইজি। চেন্নাইয়ের এই সাফল্যের পেছনে অন্যতম দাবিদার এম এস ধোনি। কার্যত, তাঁর নেতৃত্বে দলের এক অন্য দর্শন তৈরি হয়েছে, যার উপর ভিত্তি করেই একের পর এক আইপিএলে সাফল্য পেয়েছে সিএসকে। কিন্তু, কী করে সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে ? তা খোলসা করলেন মাহি।


ধোনি বলছেন, "সিএসকে-র মূল কৌশল, সবকিছুর উপরে দলের পারফরম্যান্সকে অগ্রাধিকার দেওয়া। হাই-প্রোফাইল খেলোয়াড়দের ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এই নীতি মেনে চলা হয়।" এ প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে ধোনি বলেন, "সিএসকে যদি এমন কোনও বড় খেলোয়াড়কে সই করায় যিনি দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না, তখন দল আশা করে ওই খেলোয়াড়ই দলের লক্ষ্যের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেবেন।"


CSK-র শেয়ার করা ভিডিওয় ধোনি বলেছেন, "ধরা যাক আমরা দলে খুব ভাল একজন খেলোয়াড় পেলাম। কিন্তু, তিনি আমাদের পরিবেশের থেকে খুব আলাদা। তাহলে আমরা কী চাইব ? আমরা চাইব, দলের লক্ষ্যে পৌঁছতে তিনি এককদম এগিয়ে আসুন। তাহলে আমরা খুশিতে তিন পা এগিয়ে যাব তাঁর দিকে।" যদি সেই ক্রিকেটার মানিয়ে নিতে না পারেন, তাহলে ধোনি বা সিএসকে-র ম্যানেজার তাঁকে চলে যেতে দিতে দ্বিধা করবে না। তাতে তিনি যত বড় ক্রিকেটারই হোক না কেন।


এ প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে মাহি বলছেন, "দ্বিতীয় ভাল বিষয় হল, আপনি যেটা সেটা করুন। কিন্তু, আমাদের ব্যাঘাত ঘটাবেন না। তৃতীয়ত, ব্যবসা হোক বা খেলা, দিনের শেষে আপনি ভালটা করতে চাইবেন। থিঙ্ক ট্যাঙ্কের লক্ষ্য থাকে, যে কারও কাছ থেকে অধিকাংশ সেরাটা বের করে আনা। যদি তিনি দলের পক্ষে খুব ভাল হন, আমি চেষ্টা করব যেভাবেই হোক তাঁকে দলের সম্পদ নিশ্চিত করা। " তাঁর সংযোজন, "কিন্তু, তাঁকেও সেই পদক্ষেপ নেওয়ার আগ্রহ দেখাতে হবে। যদি তিনি প্রথম পদক্ষেপ না নেন, আমি দ্বিতীয় অপশন বেছে নেব কিন্তু, একটা সময় পর আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি চাই না, কোনও একজনের সঙ্গে গোটা দলকে মানিয়ে নিতে হোক। কারণ, সেটা ভুল। তাই, তাঁকে চলে যেতে দিতে হবে। তিনি মহান খেলোয়াড় হতে পারেন। কিন্তু, আপনাকে তাঁকে চলে যেতে দিতে হবে। অন্য কেউ এসে তাঁর জায়গা নিয়ে নেবে। তিনি হয়তো আগের ক্রিকেটারের মতো অত ভাল নন, কিন্তু তিনি দলকে ভাল পারফর্ম করতে সাহায্য করবেন।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।