মুম্বই: সপ্তদশ আইপিএল (IPL 2024) শুরু হওয়া ইস্তক তাঁকে নিয়ে চর্চা চলছে। ভারতীয় দলের অধিনায়ক, অথচ আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) কেড়ে নিয়েছে তাঁর নেতৃত্বের মুকুট। 


রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স তাদের অধিনায়ক করেছে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। যদিও পরপর ম্যাচ হেরে চাপে মুম্বই। হার্দিককে মাঠের বাইরে ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে। নেতৃত্ব হারালেও আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটারদের মধ্যে অন্যতম রোহিত শর্মা। সব মিলিয়ে ২১৪ কোটি টাকার মালিক মুম্বইয়ের হিটম্যান।


ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে আছেন রোহিত। যে বাবদ তিনি বছরে ৭ কোটি টাকা পান ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে। বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন রোহিত। বোর্ডের চুক্তির টাকা ছাড়াও ম্যাচ পিছু ফি-ও পান রোহিত। প্রত্যেকটি টেস্ট ম্যাচ খেলার জন্য ১৫ লক্ষ টাকা করে পান রোহিত। এছাড়া ভারতের হয়ে প্রত্যেকটি ওয়ান ডে ম্যাচ পিছু ৬ লক্ষ টাকা ও প্রত্যেকটি টি-টোয়েন্টি ম্যাচ পিছু ৩ লক্ষ টাকা করে ম্যাচ ফি পান রোহিত।


আইপিএলে ২০১১ সালে তিনি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন। তারপর থেকে দলকে অধিনায়ক হিসাবে পাঁচটি খেতাব দিয়েছেন। ২০২৩ সালে আইপিএলের নিলামের আগে তাঁকে ১৬ কোটি টাকা দিয়ে ধরে রেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সব মিলিয়ে ১৬টি আইপিএল খেলে রেকর্ড ১৭৮ কোটি টাকা উপার্জন করেছেন রোহিত। আইপিএলে এত টাকা কোনও ক্রিকেটার কখনও পাননি।


পাশাপাশি অ্যাডিডাস, হুবলট, সিয়েট, নিসান, অপো, লা লিগা, ড্রিম ইলেভেন মতো সংস্থার ব্র্য়ান্ড অ্যাম্বাসেডর হিসাবে বছর ৫ কোটি টাকা উপার্জন করেন রোহিত।


 






২০২১ সালে একটি ওয়েলনেস সংস্থায় ৮৯ কোটি টাকা লগ্নি করেন রোহিত। এছাড়া বিশ্বজুড়ে তাঁর ক্রিকেট অ্যাকাডেমি রয়েছে বেশ কয়েকটি। পরে অ্যাকাডেমির সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন হিটম্যান।


আরও পড়ুন: নিরামিষ খেয়েও বলের ভয় ধরানো গতি! আইপিএলে সাড়া ফেলে দিয়েছেন শ্রীকৃষ্ণের ভক্ত এই পেসার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে