মুম্বই: টুর্নামেন্টের প্রথম দল হিসেবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গতকাল কেকেআরের বিরুদ্ধে ২৪ রানে হেরে যায় হার্দিকের (Hardik Pandya) দল। এখনও পর্যন্ত চলতি আইপিএলে (IPL 2024) ১১ ম্য়াচ খেলে মাত্র ৩টি ম্য়াচ জিতেছে মুম্বই শিবির। বাকি আরও তিনটি ম্য়াচ। কিন্তু সেই তিনটি ম্য়াচ জিতলেও তাদের ঝুলিতে পয়েন্ট হবে মাত্র ১২। তাতে প্লে অফের সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে গতকাল মুম্বইয়ের হারের পরই তাদের চলতি আইপিএলের পারফরম্য়ান্স নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক ও ক্রিকেটার গ্রেম স্মিথ।


চলতি আইপিএলের শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া নিয়ে শুরু থেকেই সমালোচকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলটিকে। শুরু থেকেই টানা হারের মুখ দেখতে হচ্ছিল মুম্বইকে। এর ওপর হার্দিকের অধিনায়ক হওয়ার পর পারফরম্য়ান্সও খুব একটা আহামরি ছিল না। এমনকী গতকাল বল হাতে উইকেট পেলেও ব্যাট হাতে ১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ধারাভাষ্যকারের দায়িত্ব সামলানো গ্রেম স্মিথ বলেন, ''সত্যিই মুম্বই ইন্ডিয়ান্সের চলতি আইপিএলের পারফরম্য়ান্স ভীষণই হতাশাজনক। গোটা টুর্নামেন্ট জুড়েই একটা অত্যন্ত বিভ্রান্তিকর দলকে দেখতে পেলাম। গতকাল মাঠেও মুম্বইয়ের হয়ে কত মানুষে গলা ফাটাচ্ছিল। কিন্তু দলটার পারফরম্য়ান্স একেবারেই আশাপ্রদ ছিল না।''


হার্দিকের পারফরম্য়ান্স নিয়েও মুখ খুলেছেন প্রাক্তন বাঁহাতি এই ওপেনার। তিনি বলছেন, ''হার্দিক এখনও পর্যন্ত সংঘর্ষ করে যাচ্ছে। ও নিজের ছন্দে এখনও পুরোপুরি নেই। গোটা টুর্নামেন্টেই চাপে খেলে এল ছেলেটা। কিছুটা চাপ বাইরেরও ছিল। এমনকী দলের ব্যাটিং ডিপার্টমেন্টে পজিশন নিয়েও আমার সন্দেহ রয়েছে। আমার মনে হয় তিলক ভার্মা ও নমন ধীরকে যে কোনও ম্য়াচে যে কোনও পজিশনে খেলানো হচ্ছে। এই বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। আমার মনে হয় এই ব্যাটিং অর্ডারটা এমনভাবে সাজানো উচিত ছিল যে তিনে তিলক, চারে সূর্য ও পাঁচে হার্দিকের নামা উচিত ছিল। ছয়ে টিম ডেভিড আসে। কিন্তু বারবার ব্যাটিং অর্ডারের পজিশনও বদল হয়েছে।''


গতকাল প্রথমে ব্যাটিং করতে নেমে কলকাতা নাইট রাইার্স ১৬৯ রান বোর্ডে তুলে নেয়। জবাবে রান তাড়া করতে নেমে ১৪৫ রানে অল আউট হয়ে যায় মুম্বই শিবির।