মুম্বই: নেতৃত্ব হারিয়ে যেন শিরোনামে থেকেই গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি যা করছেন, সবই খবর। ড্রেসিংরুমে কী বলছেন, মাঠে কী ইঙ্গিত করছেন, হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) সঙ্গে কথা বলছেন কি না, সব কিছু নিয়েই কাটাছেঁড়া চলছে।


তবে বিতর্ক নিয়ে ভাবতে নারাজ রোহিত। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে হার্দিককে দায়িত্ব দেওয়ার পরেও মুখে কুলুপ এঁটেছিলেন। কোনও প্রতিক্রিয়া দেওয়ার রাস্তাতেই হাঁটেননি হিটম্যান। যদিও সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন রোহিতের স্ত্রী রীতিকা।


আইপিএলের মাঝেই এবার খোশমেজাজে ছবি পোস্ট করলেন রোহিত। স্ত্রীর সঙ্গে খুনসুটি করতেও দেখা গেল মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যানকে। একটি গলফ কার্টে চেপে ঘুরলেন রীতিকার সঙ্গে। মজা করে লিখলেন, 'লং ড্রাইভ।'


 






চাপ কাটাতে লং ড্রাইভে বেরিয়ে পড়া অনেকেরই বেশ পছন্দের। রোহিতও কি সেই পন্থাই নিলেন? যদিও রোহিত গিয়েছিলেন গল্ফ কোর্সে। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। তার আগে ক্রিকেটারদের জন্য সোমবার ছিল ছুটির দিন। রবিবার ম্যাচ খেলে উঠে সোমবার বিশ্রামেই কাটালেন মুম্বই ক্রিকেটারেরা। গলফ খেললেন অনেকে। রোহিত সেই ফাঁকেই স্ত্রী রীতিকাকে তুলে নিলেন গলফ কার্টে। ব্যাটারি চালিত যে গাড়ি করে গলফ কোর্সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায়। স্ত্রীর সঙ্গে সেই গাড়ি করেই ঘুরলেন রোহিত। 


আইপিএলে পরপর তিন ম্যাচে হারার পর রবিবার ঘরের মাঠে জয়ের সরণিতে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। ম্যাচের পর ড্রেসিংরুমে ফিরে রোহিত শর্মা সতীর্থদের উদ্দেশে বক্তব্যও রাখেন হিটম্যান। তাঁর কথা শুনে চাঙ্গা হয়ে উঠল মুম্বই শিবির। জয়ের নেপথ্যে গোটা দলকে ধন্যবাদ জানিয়েছেন রোহিত।


                           


আরও পড়ুন: ২২ গজে ব্যাট হাতে ছন্দে ঋষভ, তাই খালি পায়ে ৪৬ কিলোমিটার হেঁটে ব্রতপালন ঊর্বশীর?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।