বেঙ্গালুরু: মতান্তরে বর্তমান বিশ্বের সর্বসেরা ক্রিকেটারের নাম বিরাট কোহলি (Virat Kohli)। সাধারণ জনগণ থেকে বিশেষজ্ঞ, এমনকী প্রতিপক্ষ ক্রিকেটাররাও তাঁর অনুরাগী। বিরাট কোহলির জনপ্রিয়তার ফের এক নিদর্শন দেখা গেল।


শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে (IPL 2024) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাত টাইটান্সের বিরুদ্ধে (RCB vs GT) মাঠে নেমেছিল। সেই ম্যাচে গুজরাতের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুরন্ত ছন্দে ব্যাটিং করছিলেন বিরাট কোহলি। দ্রুত গতিতে নিজের অর্ধশতরানের দিকে এগোচ্ছিলেন তিনি। তবে নুর আমেদের বলে ৪২ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। ম্যাচে তাঁকে আউট করলেও, ম্যাচ শেষে কিন্তু বিরাটের জার্সিই উপহার হিসাবে পেলেন নুর আমেদ (Noor Ahmad)। সেই উপহার পাওয়া জার্সির ছবি নিজের সোশ্যাল মিডিয়াতেও দিয়েছেন নুর।


 



বিরাটের থেকে পাওয়া নুরের উপহার


বিরাটের উপহার দেওয়া জার্সিতে 'কিং কোহলি' নুরকে বাহবা দিয়ে লেখেন, 'প্রিয় নুর, ভাল বল করেছো। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল।' নুর সেই উপহার পাওয়া জার্সির ছবি নিজের স্টোরিতে পোস্ট করে ক্যাপশনে লেখেন 'আমার অন্যতম প্রিয় ক্রিকেটার। অনেক ধন্যবাদ বিরাট কোহলি।' কোহলি ৪২ রানে আউট হওয়ার পর আরসিবি ২৫ রানের ব্যবধানে ছয়টি উইকেট হারালেও শেষমেশ ৩৮ বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে নেয় আরসিবি। এই জয়ের সুবাদে আরসিবির প্লে-অফে পৌঁছনোর আশা ক্ষীণ হলেও ভেসে রইল। 


এই ম্যাচ শেষেই কোহলির এক তির্যক মন্তব্যের পাল্টা দিলেন সুনীল গাওস্কর। এবারের আইপিএলে স্পিনের বিরুদ্ধে তাঁর দ্রুত গতিতে রান করার ক্ষমতা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে। গত সপ্তাহে গুজরাতের বিরুদ্ধে ৭০ রানের ইনিংস খেলার পরেই সমালোচকদের এক হাত নিয়ে বিরাট বলেছিলেন, 'যারা আমার স্ট্রাইক রেট এবং স্পিন খেলার অক্ষমতা নিয়ে কথা বলেন, তারা সম্ভবত সেটাই পারেন। আমার ক্ষেত্রে তো দলকে জেতানোটাই সবথেকে গুরুত্বপূর্ণ।'


ব্রডকাস্টার স্টার স্পোর্টসকে কাঠগড়ায় দাঁড় করিয়ে গাওস্কর বলেন, 'আপনি যদি প্রথমে ব্যাট করতে নেমে ১৪, ১৫ ওভার পর্যন্ত ১১৮-র স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করে তার জন্য় বাহবা চান, তাহলে তো সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু স্টার স্পোর্টস বারংবার সেই ব্যক্তি তাদেরই ধারাভাষ্যকারদের ছোট করছে সেটা দেখানোর বিষয়টা কিন্তু একেবারেই ভাল নয়। তাই স্টার স্পোর্টসের বোঝা উচিত ওরা এটা যথেষ্টবার দেখিয়েছে এবং সেটা সবাই দেখেছেন। আমরা খুব বেশি নয়, তবে অল্পস্বল্প ক্রিকেট খেলেছি। আমরা যা দেখি সেটাই বলি। আমাদের যদি ব্যক্তিগত পছন্দ, অপছন্দ থাকে, তাও আমরা সেটাকে দূরে সরিয়ে রেখে সবটা বিচার করি। এরপরেই যদি স্টার স্পোর্টস আবার এই জিনিসটাকে দেখায়, তাহলে আমি অন্তত খুবই হতাশ হবে, কারণ এখানে আমাদের কাঠগড়ায় তোলা হচ্ছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কেকেআরের বিরুদ্ধে কি মাঠে নামবেন ময়ঙ্ক? তরুণ ফাস্ট বোলারের ফিটনেস আপডেট দিলেন ল্যাঙ্গার