মেলবোর্ন: উইজডেনের বিচারে বিশ্বের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন। প্যাট কামিন্স (Pat Cummins)। ২০২৩ সালে তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়া ওয়ান ডে বিশ্বকাপে জেতে। গত বছর ক্রিকেটের তিন ফর্ম্য়াটেই দুর্দান্ত ফর্মে ছিলেন কামিন্স। তারই পুরস্কার পেলেন অজি তারকা। এই প্রথমবার উইজডেনের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন তিনি। এর আগে ২০১২ সালে শেষ বার কোনও অস্ট্রেলিয় ক্রিকেটার এই সম্মান পেয়েছিলেন। মাইকেল ক্লার্ক ছিলেন সেই ক্রিকেটার। এবার প্যাট কামিন্স পেলেন। এদিকে, মহিলা ক্রিকেটারদের মধ্যে ন্য়াট স্ক্রিভার ব্রান্ট এই সম্মান পেয়েছেন।
গত মরশুমে কামিন্সের নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর ভারতের মাটিতে ভারতকেই ফাইনালে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল অজিরা। ইংল্যান্ডের মাটিতে গিয়ে সেখানে অ্যাশেজ ২-২ ড্র করেছিল অস্ট্রেলিয়া। সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কামিন্স। উল্লেখ্য, গত চার বছরে টানা ইংল্য়ান্ডের ক্রিকেটাররা এই সম্মান পেয়েছিলেন। ২০১৯ ও ২০২০ সালে বেন স্টোকস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। ২০২১ সালে জো রুট পেয়েছিলেন ও গত বছর অর্থাৎ ২০২২ সালেও বেন স্টোকস এই সম্মানে সম্মানিত হয়েছিলেন।
মহিলা ক্রিকেটা ন্য়াট স্ক্রিভার ব্রান্ট প্রথম ইংল্যান্ড ক্রিকেটার হিসেবে উইজডেনের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এর আগে গত জানুয়ারি মাসে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও হয়েছিলেন এই দুই ক্রিকেটার। ভারতের বিরাট কোহলি টানা তিন বছর ২০১৬, ২০১৭ ও ২০১৮ মরশুমে উইজডেনের বিচারে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। উল্লেখ্য, ২০০৩ সালে প্রথমবার উইজডেনের বিচারে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। সেবার পুরস্কার পেয়েছিলেন রিকি পন্টিং।
এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ প্যাট কামিন্সের নেতৃত্বে খেলতে নেমেছে। গতকাল আরসিবির বিরুদ্ধেও দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় তারা। আইপিএলের ইতিহাসে দুটো সর্বাধিক স্কোর বোর্ডে তুলেছে সানরাইজার্সই। গতকালের ম্য়াচে ২৮৭ রান তুলেছে তারা। মুম্বইয়ের বিরুদ্ধে হায়দরাবাদ বোর্ডে তুলেছিল ২৭৭ রান। বল হাতেও নিজের চার ওভারে গতকাল ৪৩ রান খরচ করলেও তিন উইকেট তুলে নিয়েছেন কামিন্স।
আরও পড়ুন: ভিসা সমস্যায় উইম্বলডনে অংশগ্রহণ নিয়ে সংশয়! সোশ্যাল মিডিয়ার সুবাদে সুরাহা পেলেন নাগাল