মোহালি: এবারের আইপিএলের (IPL 2024) আবিষ্কার বলা হচ্ছে তাঁকে। পাঞ্জাব কিংসের (Punjab Kings) জার্সিতে অবিশ্বাস্য ব্যাটিং করছেন। ম্যাচও জেতাচ্ছেন। আইপিএল শুরু হওয়ার আগেও তাঁকে অনেকেই চিনতেন না। এখন অবশ্য আশুতোষ শর্মা (Ashutosh Sharma) পরিচিত নাম।


আইপিএল তাঁকে কতটা জনপ্রিয় করে তুলেছে, তার আভাস হয়তো পেলেন পাঞ্জাব কিংসের তারকা নিজেই। মুল্লাপুরে গাড়ি করে যাচ্ছিলেন আশুতোষ। একটি ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়েছিল গাড়ি। তখনই এক খুদে চলে আসে গাড়ির কাছে। চিনতে পারে আশুতোষকে। পাঞ্জাব কিংসের তারকাও সরল হাসিতে মজেছেন। গাড়ির কাচ নামিয়ে খুদে ভক্তের সঙ্গে হাতও মেলান তিনি। পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে পাঞ্জাব কিংস। মুহূর্তে তা ভাইরাল হয়েছে।


 






ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির সামনের সিটে বসে যাচ্ছেন আশুতোষ। একটি সিগন্যালে গাড়ি দাঁড়াতেই সেটি লক্ষ্য করে এগিয়ে আসে এক কিশোর। মুখে সরল হাসি। এসে সেই খুদে বলে, 'আমি তোমাকে চিনতে পেরেছি। টিভিতে দেখেছি তোমার খেলা।' আশুতোষ হেসে ওঠেন। বলেন, 'আমাকে কোথায় দেখেছো?' খুদে ফের বলে, 'টিভিতে দেখেছি।' তাতেই মন জিতে নেয় আশুতোষের। গাড়ির জানালার কাচ নামিয়ে হাত মেলান ওই কিশোরের সঙ্গে।


পাঞ্জাব কিংসের ব্যাটিং অর্ডারে আট নম্বরে নামছেন আশুতোষ। এবং প্রত্যেক ম্যাচে ঝোড়ো ইনিংস খেলছেন। তাঁর প্রথম নজরে পড়া গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে। দুশো রান তাড়া করতে নেমে সেদিন পাঞ্জাব কিংসের স্কোর হয়ে গিয়েছিল ৭০/৪, ফিরে গিয়েছিলেন শিখর ধবন, জনি বেয়ারস্টোর মতো পাঞ্জাব দলের রথী-মহারথীরা, তখন ব্যাট হাতে রুখে দাঁড়ান অনামী আশুতোষ। শশাঙ্ক সিংহের সঙ্গে আগ্রাসী পার্টনারশিপে নাটকীয়ভাবে ম্যাচ জিতিয়ে দেন পাঞ্জাবকে। ১৭ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আশুতোষ। সেই থেকেই সকলে তাঁকে চেনেন।


রবিবারই মুল্লাপুরে শুভমন গিলদের গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস।                               


আরও পড়ুন: Virat Kohli Wicket: আউট হয়ে মেজাজ হারালেন কোহলি, আম্পায়ারদের সঙ্গে মাঠেই ঝামেলা, কড়া শাস্তি?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।