PBKS vs DC LIVE Score: হার দিয়ে আইপিএল অভিযান শুরু দিল্লির, ৪ উইকেট ম্য়াচ জিতল পাঞ্জাব কিংস

PBKS vs DC LIVE Score, IPL 2024: আইপিএলে উভয় দলই একে অপরের বিরুদ্ধে ১৬টি করে ম্যাচ জিতেছে।

ABP Ananda Last Updated: 23 Mar 2024 07:19 PM
PBKS vs DC Live Updates: জয় পাঞ্জাব কিংসের

ছক্কা হাঁকিয়ে পাঞ্জাবের জয় নিশ্চিত করলেন লিয়াম লিভিংস্টোন। ৪ উইকেটে জিতল পাঞ্জাব। হার দিয়ে আইপিএল শুরু দিল্লির।

PBKS vs DC Live Updates: আউট কারান

৬৩ রান করে ফিরলেন স্যাম কারান। খালিল আহমেদ নিলেন উইকেট।

PBKS vs DC Live Updates: ১৬ ওভারে পাঞ্জাবের স্কোর ১৩৬/৪

অর্ধশতরান হাঁকালেন স্যাম কারান। ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান বোর্ডে তুলল পাঞ্জাব কিংস। ২৩ বলে পাঞ্জাবের ৩৮ রান দরকার।

PBKS vs DC Live Updates: পাঞ্জাবের তৃতীয় উইকেটের পতন

পাঞ্জাব কিংসের তৃতীয় উইকেটের পতন। ২৬ রান করে কুলদীপ যাদবের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন প্রভসিমরণ সিংহ। 

PBKS vs DC Live Updates: ৬ ওভারে দিল্লির স্কোর ৬০/২

পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৬০ রান বোর্ডে তুলল দিল্লি ক্যাপিটালস। 

PBKS vs DC Live Updates: ২ উইকেটের পতন

পরপর ২ উইকেটের পতন পাঞ্জাব কিংসের। ফিরলেন ধবন ও বেয়ারস্টো। 

PBKS vs DC Live Updates: প্রথম ওভারে পাঞ্জাব কিংস বোর্ডে তুলল ১৭/০

রান তাড়া করতে নেমে মারমুখি শুরু ধবন-বেয়ারস্টো জুটির। প্রথম ওভারে ১৭ রান তুলল পাঞ্জাব।

PBKS vs DC Live Updates: ২০ ওভারে দিল্লির স্কোর ১৭৪/৯

২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১৭৪ রান তুলে নিল দিল্লি ক্যাপিটালস।

PBKS vs DC Live Updates: ১০ ওভারে ঝোড়ো অপরাজিত ৩২ রান অভিষেক পোড়েলের

শেষ ওভারে ২৫ রান তুললেন অভিষেক পোড়েল। হাঁকালেন তিনটি বাউন্ডারি ও দুটো ছক্কা। ১০ বলে ৩১ রান থাকলেন অপরাজিত। নিজের ইনিংসে মোট হাঁকালেন ৪টি বাউন্ডারি ও ২টো ছক্কা।

PBKS vs DC Live Updates: ১৯ ওভারে দিল্লির স্কোর ১৪৯/৮

দিল্লির অষ্টম উইকেটের পতন। ১৯ ওভারে স্কোর ১৪৯/৮। ক্রিজে আছেন অভিষেক পোড়েল ও কুলদীপ যাদব।

PBKS vs DC Live Updates: ১৯ ওভারে দিল্লির স্কোর ১৪৯/৮

দিল্লির অষ্টম উইকেটের পতন। ১৯ ওভারে স্কোর ১৪৯/৮। ক্রিজে আছেন অভিষেক পোড়েল ও কুলদীপ যাদব।

PBKS vs DC Live: আউট পটেল

১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান বোর্ডে তুলে নিল দিল্লি ক্যাপিটালস। আউট হলেন অক্ষর পটেল। 

PBKS vs DC Live Updates: দিল্লির ষষ্ঠ উইকেটের পতন

রান পেলেন না ট্রিস্টান স্টাবও। ৫ রান করে ফিরলেন তিনি। 

PBKS vs DC Live: প্রত্যাবর্তনের ম্য়াচে পন্থের সংগ্রহ ১৮

১৩ বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ঋষভ পন্থ। ২টো ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। প্রত্যাবর্তনের ম্য়াচ নজর কাড়লেন দিল্লি অধিনায়ক।

PBKS vs DC Live Updates: ১১ ওভারে দিল্লির স্কোর ৯৫/৩

১১ ওভারে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৯৫ রান তুলে নিল দিল্লি ক্যাপিটালস। ক্রিজে আছেন পন্থ ও রিকি ভুঁই।

PBKS vs DC Live: বড় সাফল্য

শর্ট বলে পুল মারতে গিয়ে হর্ষল পটেলের বলে ২৯ রানে আউট হলেন ডেভিড ওয়ার্নার। ৭৪ রানে দ্বিতীয় উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস।  

PBKS vs DC Live Updates: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের ছয় ওভারেই অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলল দিল্লি ক্যাপিটালস। একমাত্র ব্যাটার হিসাবে ২০ রানে আউট হয়েছেন মিচেল মার্শ।

PBKS vs DC Live: টস জিতল পাঞ্জাব

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধবন।

প্রেক্ষাপট

মোহালি: আইপিএলের ১৭তম সংস্করণ (IPL 2024) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হতে চলেছে উত্তরের দুই ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস (PBKS vs DC)। এই ম্যাচে সকলের নজর থাকবে একজনের দিকেই। তিনি ঋষভ পন্থ। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ১৪ মাস পরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। 


রাজধানীর ফ্র্যাঞ্চাইজির প্রতিপক্ষ পাঞ্জাব দলের নেতৃত্বেও আরেক দিল্লি তারকা শিখর ধবন। ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়েই খেলেন শিখর। আইপিএলের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক শিখর। দুই দলই নতুন মরশুমে উদ্যমে নিজেদের প্রথম আইপিএল খেতাব জয়ের লক্ষ্য়ে মাঠে নামতে চলেছে। গত মরশুমে দুই দলের কেউই প্লে অফে পৌঁছতে পারেনি। তবে খাতায় কলমে কারুরই কিন্তু খুব বেশি দুর্বলতা চোখে পড়ে না। 


পাঞ্জাবের দলে যেখানে লিভিংস্টোন, বেয়ারস্টো, শিখর ধবন (Shikhar Dhawan), রাবাডা, অর্শদীপদের মতো একা হাতে ম্যাচ জেতানো তারকাদের ছড়াছড়ি। কিন্তু দলে বিশ্বমানের স্পিনারের অভাব রয়েছে। রাহুল চাহার রয়েছেন বটে, তবে তাঁর পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব রয়েছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। অপরদিকে, দিল্লি দল পন্থের মতো ম্যাচ উইনারের প্রত্যাবর্তনে যে আরও শক্তিশালী হবে, তা বলাই বাহুল্য।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.