মুল্লাপুর: ম্যাচ শুরুর আগে টসের সময়ই চমকে উঠেছিল মুল্লাপুরের গ্যালারি। সঞ্জু স্যামসনের সঙ্গে টস করতে নামলেন স্যাম কারান। শিখর ধবন (Shikhar Dhawan) কোথায়? 


জল্পনার অবসান ঘটালেন কারানই। বললেন, 'শিখরের চোট রয়েছে। তাই ও খেলতে পারছে না। আমি টস করতে এসেছি।' শুরুর সেই ধাক্কাতেই কি ঘেঁটে গেল পাঞ্জাব কিংস দলের কৌশল? রাজস্থান রয়্যালস টস জিতে মুল্লাপুরে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল পাঞ্জাব কিংসকে। কিন্তু ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ল পাঞ্জাবের ব্যাটিং। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৪৭/৮ স্কোরে আটকে গেল পাঞ্জাব কিংস (PBKS vs RR)।


জনি বেয়ারস্টো নিশ্চয়ই এবারের আইপিএল দ্রুত ভুলতে চাইবেন। ইংরেজ তারকাকে ঘিরে স্বপ্ন দেখছিল পাঞ্জাব কিংস। তিনি ব্যাট হাতে দলকে ভরসা দেবেন, আশা ছিল প্রীতি জিন্টাদের। কিন্তু কোথায় কী? টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে কুৎসিত ফর্মে বেয়ারস্টো। শনিবার ইনিংস ওপেন করে ১৯ বলে ১৫ রান করে ফিরলেন। ধবনের পরিবর্তে তাঁর সঙ্গে ওপেন করতে নেমেছিলেন অথর্ব তাইডে। তিনিও ফিরলেন ১৫ রান করেই।


পাঞ্জাব কিংস ব্যাটিংয়ে এবার সবচেয়ে বড় অস্ত্র লোয়ার মিডল অর্ডারের দুই ব্যাটার - শশাঙ্ক সিংহ ও আশুতোষ শর্মা। শনিবার তাঁদের জুটিও জমল না। শশাঙ্ক ৯ বলে মাত্র ৯ রানে আউট হলেন। একমাত্র যা লড়াই করার করলেন আশুতোষ। ট্রেন্ট বোল্টের শেষ বলে আউট হওয়ার আগে ১৬ বলে করে গেলেন ৩১ রান। তিনি ছাড়া রান পেয়েছেন জিতেশ শর্মা। ২৪ বলে ২৯ রান করেন উইকেটকিপার। রান আউট হওয়ার আগে ১৪ বলে ২১ রান করেন লিয়াম লিভিংস্টোন। চোট সারিয়ে যিনি দলে ফিরেছেন।


রাজস্থান বোলাররাই দাপট দেখালেন। মুল্লাপুরের এই মাঠে এমনিতেই দাপট দেখাচ্ছেন বোলাররা। কেশব মহারাজ ও আবেশ খান দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে শিকার ট্রেন্ট বোল্ট, কুলদীপ সেন ও যুজবেন্দ্র চাহালের। ১৪৮ রানের লক্ষ্য রাজস্থানের সামনে। সঞ্জু স্যামসনরা পারবেন পাঞ্জাবের ডেরায় গিয়ে পাঞ্জাব বধ করে ফিরতে?         


আরও পড়ুন: বন্ধুই যখন শত্রু! গুরু গম্ভীরের চালেই কি ইডেনে লখনউয়ের বিরুদ্ধে বাজিমাত কেকেআরের?




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।