কলকাতা: আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালস জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। পয়েন্ট টেবিলেও এগিয়ে গেল পন্থ বাহিনী। এখনও পর্যন্ত একটি মাত্র ম্য়াচ হেরে রাজস্থান রয়্যালস তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিল -

দল ম্য়াচ জয় হার পয়েন্ট 
রাজস্থান রয়্যালস  ১৪
কলকাতা নাইট রাইডার্স  ১০
সানরাইজার্স হায়দরাবাদ ১০
লখনউ সুপারজায়ান্টস ১০
সিএসকে
দিল্লি ক্যাপিটালস
গুজরাত টাইটান্স
গুজরাত টাইটান্স
পাঞ্জাব কিংস 
রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

এদিকে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে দুরন্ত জয় ছিনিয়ে নিলে দিল্লি ক্যাপিটালস। মুকেশ কুমারের বলে অভিষেক পোড়েল যখন রশিদ খানের ক্যাচটা ফেলে দিলেন, আফগান তারকার নামের পাশে জ্বলজ্বল করছিল ০। সেই রশিদই পরের ১০ বলে ২০ রান করে দিল্লি ক্যাপিটালস শিবিরকে আতঙ্কিত করে তুলেছিলেন। শেষ ওভারে ম্যাচ জিততে ১৯ রান দরকার, এমন পরিস্থিতিতে সেই মুকেশকেই প্রথম ২ বলে পরপর চার মেরে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন রশিদ। পঞ্চম বলেও ছক্কাও মারেন। তবে শেষরক্ষা হয়নি। দিল্লি ক্যাপিটালস শিবিরের কান ঘেঁষে বেরিয়ে গেল পরাজয়ের লজ্জা। রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ৪ রান জিতলেন ঋষভ পন্থরা। ২২৫ রান তাড়া করতে নেমে ২২০/৮ স্কোরে আটকে গেলেন শুভমন গিলরা।

আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাজদের বিরুদ্ধে। এখনও পর্যন্ত আট ম্য়াচ খেলে একটি মাত্র ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে বিরাট কোহলির দল। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই জয় পেয়েছিল আরসিবি। কিন্তু এছাড়া একটি ম্য়াচেও জয় পায়নি তাঁরা। অন্য়দিকে সানরাইজার্স তো এবার টুর্নামেন্টে খেতাব জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছে। বিশেষ করে হায়দরাবাদের ব্যাটিং প্রশংসা কুড়িয়ে নিয়েছে সবার। আজ যে সিরাজ, গ্রিনদের বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তা বলাই বাহুল্য। সানরাইজার্স আজ জিতলে কেকেআরকে টেক্কা জিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবে। লখনউ চেন্নাইকে মঙ্গলবার হারানোয় তারা পয়েন্ টেবিলে চতুর্থ স্থানে এই মুহূর্তে। কেকেআরের আবার শুক্রবার ম্য়াচ রয়েছে। সেই ম্য়াচে তারা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে।