মোহালি: ঘরের মাঠে আজ পাঞ্জাব কিংস খেলতে নামবে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে। নিজেদের শেষ ম্য়াচে দুটো দলই জয় ছিনিয়ে নিয়েছিল। পাঞ্জাব তাদর শেষ ম্য়াচে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। ২০০ রান তাড়া করতে নেমে পাঞ্জাবকে জয়র স্বাদ এনে দিয়েছিলেন ২ নবাগত মুখ আশুতোষ শর্মা ও শশাঙ্ক সিংহ। অন্যদিকে হায়দরাবাদ তাদের শেষ ম্য়াচে সিএসকের বিরুদ্ধে জয় পেয়েছিল। এক নজরে দেখে নেওয়া যাক দু দলের মুখোমুখি সাক্ষাতে কোন দল কাকে টেক্কা দিচ্ছে--
পাঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ
মোট ম্য়াচ: এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে দু দল মুখোমুখি হয়েছে মোট ২১ বার
পাঞ্জাব জয়ী: মুখোমুখি মহারণে পিছিয়ে রয়েছে পাঞ্জাব কিংস। এখনও পর্যন্ত মাত্র ৭ বার জয় পেয়েছে প্রীতি জিন্টার দল
হায়দরাবাদ জয়ী: আইপিএলে পাঞ্জাব কিংসের সঙ্গে মহারণে সর্বাধিক ১৪ বার জয় ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স শিবির
দু'দলের মুখোমুখি মহারণে এক ইনিংসে সর্বোচ্চ রান সানরাইজার্স তুলেছে এখনও পর্যন্ত ২১২। অন্য়দিকে পাঞ্জাব তুলেছিল ২১১। হায়দরাবাদের সর্বনিম্ন স্কোর ছিল ১১৪। পাঞ্জাবের সর্বনিম্ন স্কোর ছিল ১০৯।
আজ খেলাটি মোহালির মহারাজা যদাবেন্দ্রা সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। পাঞ্জাব কিংস তাদে আগের ম্য়াচে পেয়েছে দুই তরুণ তূর্কিকে নায়ক হিসেবে। আশুতোষ ও শশাঙ্ক। প্রথম জন আগের ম্য়াচে গুজরাতের বিরুদ্ধে চাপের মুখে লোয়ার অর্ডারে নেমে ১৭ বলে ৩১ রানের ইনিংস খেলেন আশুতোষ শর্মা। দ্বিতীয় জন তো ম্য়াচের নায়ক হয়ে গিয়েছিলেন। ৩২ বলের শশাঙ্ক ২৯ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন। সানরাইজার্সের জার্সিতে ঝোড়ো ইনিংস খেলছেন প্রতি ম্য়াচেই অভিষেক শর্মা, ট্রাভিস হেডরা। ফলে মিডল অর্ডারের পক্ষেও কাজ সহজ হয়ে যাচ্ছে। বিশেষ করে হেনরিক ক্লাসেনের মত প্লেয়ার চালিয়ে খেলে দলের স্কোরবোর্ডে প্রচুর রান তুলে দিচ্ছেন।