মুম্বই: গায়ে জড়ানো বাথরোব। কোনও ছবিতে লেখা, তিনি হট। দুষ্টুমি করতে তৈরি। কোথাও আবার লেখা, তিনি তৃষ্ণার্ত। যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।


রবি শাস্ত্রী (Ravi Shastri)। ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য। পরবর্তীকালে যিনি বিরাট কোহলিদের কোচ হিসাবেও কাজ করেন। আইপিএলের (IPL 2024) মাঝে আচমকাই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন তিনি। স্নান পোশাকে দেখা গেল রবি শাস্ত্রীকে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার প্রায় সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গেল। ছবির সঙ্গে ক্যাপশনটাও বেশ ইঙ্গিতপূর্ণ। ক্রিকেটপ্রেমীদের কৌতূহলী করে তোলার মতোই। এবং একটি নয়, বুধবার পরপর বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।


একটি ছবিতে শাস্ত্রী লিখেছেন, 'আমি হটি, আমি নটি, আমি সিক্সটি।' আর একটি ছবিতে তিনি লিখেছেন, 'আপনাদের মেয়েদের আমার মুখ দেখে চেনার প্রয়োজন নেই। আমিই...।'


ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্ন, রবি শাস্ত্রী কেন এমন ক্যাপশন লিখতে গেলেন? অনেকের মনে এই প্রশ্নও তৈরি হয় যে, তবে কি রবি শাস্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল?


 






 






 






তবে রহস্য ফাঁস করেছেন বীরেন্দ্র সহবাগ। জানিয়েছেন, কেন এমন সাহসী ছবি পোস্ট করেছেন শাস্ত্রী। আসলে এটি একটি বিজ্ঞাপনের অংশ বিশেষ। যে বিজ্ঞাপনে রয়েছেন বীরু নিজেও। একটি বিজ্ঞাপনে দুজনকেই দেখা গিয়েছে। সেই ভিডিও শেয়ার করেছেন সহবাগ। সঙ্গে মজা করে লিখেছেন, 'রবিভাই তো বলছিল বাথরোবও খুলে ফেলবে...।'


 






আইপিএলে ধারাভাষ্যের কাজ করছেন রবি শাস্ত্রী।                                


আরও পড়ুন: বাড়িতে হরিনাম সংকীর্তন করছেন হার্দিক-ক্রুণাল, ভাইরাল হল ভিডিও




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।