RCB vs PBKS LIVE Score: জলে গেল ব্রারের লড়াই, অনবদ্য কোহলির ইনিংসে ভর করে মরশুমের প্রথম জয় পেল আরসিবি
IPL 2024 RCB vs PBKS LIVE Score Updates: ঘরের মাঠে গত মরশুমে রাতের বেলায় পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হারতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। সেই রেকর্ড বদলে ফেলতে মরিয়া আরসিবি।
অনবদ্য ফিনিশিং দীনেশ কার্তিকের। ১০ বলে ২৮ রানে অপরাজিত থেকে আরসিবির মরশুমের প্রথম জয় সুনিশ্চিত করলেন অভিজ্ঞ ব্যাটার। চার বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতল আরসিবি।
'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসাবে মাহিপাল লোমরোরকে যশ দয়ালের বিরুদ্ধে মাঠে নামিয়েছিল আরসিবি। তিনি ঠিক সেটাই করছেন। ব্যাট হাতে ম্যাচে প্রভাব ফেলছেন বাঁ-হাতি ব্যাটার। শেষ দুই ওভারে ২৪ রান তুলল আরসিবি। সাত বলে ১৬ রানে ব্যাট করছেন তিনি। ১৮ ওভার শেষে আরসিবির স্কোর ১৫৪/৬।
ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটছিল না। স্ট্রাইক রেট ছিল ১০০-রও কম। অনুজ রাওয়াত শেষমেশ ১৪ বলে ১১ রান করে এলবিডব্লু হলেন। স্যাম কারান তাঁকে আউট করলেন। ডিআরএস চেয়েও লাভের লাভ কিছুই হয়নি।
কার্যত একাই দলকে জয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি। তবে আরসিবি প্রাক্তনী হর্ষল পটেলের বলেই ৭৭ রানে সাজঘরে ফিরতে হল বিরাটকে। থার্ড ম্যানে ধরা দিলেন কোহলি। ১৬ ওভার শেষে আরসিবির স্কোর ১৩০/৫। শেষ চার ওভারে আরসিবির জয়ের জন্য আরও ৪৭ রানের প্রয়োজন।
গত ম্যাচে চলেননি। এই ম্যাচেও ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র তিন রানে আউট হলেন তিনি। চতুর্থবার তাঁকে আউট করলেন হরপ্রীত ব্রার। ১০৩ রানে চতুর্থ উইকেট হারাল আরসিবি।
টি-টোয়েন্টিতে নিজের কেরিয়ারের ৯২তম অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি। কিন্তু ঠিক তার পরের ওভারেই হরপ্রীত ব্রারের বলে ১৮ রানে আউট হলেন রজত পাতিদার।
প্রথম ওভারে ১৬ রান দিয়েছিলেন। দ্বিতীয় ওভারে খরচ করলেন মাত্র তিন রান। পাওয়ার প্লের ছয় ওভার শেষে আরসিবির স্কোর দুই উইকেটের বিনিময়ে ৫০ রান। কোহলি ৩৫ ও পাতিদার ৫ রানে ব্য়াট করছেন।
ইনিংসে নিজের দ্বিতীয় সাফল্য পেলেন কাগিসো রাবাডা। ডু প্লেসি আউট হওয়ার পর এদিন পরীক্ষামূলকভাবে তিনে ক্যামেরন গ্রিনকে ব্যাটে পাঠানো হয়েছিল। তবে তিনি তিন রান করেই ফিরলেন। গ্রিনের ব্যাটের কানায় লেগে বল কিপার জীতেশের কাছে চলে যায়। ভাল ক্যাচ ধরেন পাঞ্জাব উইকেটরক্ষক। ৫ ওভার শেষে আরসিবির স্কোর ৪৭/২।
গোটা ইনিংসেই তেমনভাবে ব্যাটে বলে করতে পারেননি ফাফ ডু প্লেসি। শেষমেশ সাত বলে তিন রান করে সাজঘরে ফিরলেন আরসিবি অধিনায়ক। স্বদেশীয় কাগিসো রাবাডার বলে মিড অনে ক্যাচ দিলেন ডু প্লেসি। ২৬ রানে প্রথম উইকেট হারাল আরসিবি।
পরিকল্পনা তৈরি ছিল, ফিল্ডিংও সাজানো ছিল। তবে সাফল্য মুখে এলেও, হাতে এল না। ইনিংসের শুরুতে বাঁ-হাতি ফাস্ট বোলারের বিরুদ্ধে বিরাট কোহলি খানিকটা দুর্বল বলেই মনে করেন অনেকে। সেইমতোই স্যাম কারানকে বল দিয়েছিলেন শিখর ধবন। দ্বিতীয় বলেই ক্যাচও তুলেছিলেন বিরাট। তবে স্লিপে দাঁড়ানো বেয়ারস্টোর হাত ফস্কে বল বাউন্ডারিতে চলে যায়। ইনিংসের প্রথম ওভারে তারপরেও আরও তিনটি চার মারেন বিরাট। এই ক্যাচ ফস্কানোর খেসারত কি পাঞ্জাব কিংসকে দিতে হবে?
পাঞ্জাবের হয়ে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে মাঠে নামলেন অর্শদীপ সিংহ। বাইরে গেলেন প্রভসিমরণ সিংহ।
শেষ ওভারে আলজারির বিরুদ্ধে শশাঙ্কের দুরন্ত ব্যাটিং। ওভারে উঠল ২০ রান। ছয় উইকেটের বিনিময়ে ১৭৬ রানে ইনিংস শেষ করল পাঞ্জাব কিংস।
১৮তম ওভারে ১৫০ রানের গণ্ডি পার করল পাঞ্জাব কিংস। ছন্দেই দেখাচ্ছিল জীতেশ ও স্যাম কারানকে। কিন্তু ১৫০-র গণ্ডি পার করার পরেই ৫২ রানের পার্টনারশিপ ভাঙলেন যশ দয়াল। দুরন্ত ক্যাচ নিলেন অনুজ রাওয়াত। ২৩ রানে সাজঘরে ফিরলেন কারান।
রানের গতি বাড়ানোর উদ্দেশ্যে আক্রমণ করতে গিয়েই পরপর দুই বলে দুই উইকেট হারাল আরসিবি। ১৭ রানে লিয়াম লিভিংস্টোনকে ফেরান আলজারি জোসেফ। ঠিক পরের ওভারের প্রথম বলেই অর্ধশতরানের দোরগোড়ায় ব্যাট করা শিখর ধবন বড় শট মারতে গিয়ে লং অফে ধরা দেন। ৪৫ রানে সাজঘরে ফেরেন ধবন। ক্রিজ়ে বর্তমানে দুই নতুন ব্যাটার জীতেশ শর্মা এবং গত ম্যাচে অর্ধশতরান হাঁকানো স্যাম কারান। ১৩ ওভারে চার উইকেট হারিয়ে পাঞ্জাবের স্কোর ১০২।
বল হাতে নিয়েই নিজের প্রথম ওভারে আরসিবিকে সাফল্য এনে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২৫ রানে সাজঘরে ফিরলেন প্রভসিমরণ সিংহ। ৭২ রানে দ্বিতীয় উইকেট হারাল পাঞ্জাব। নয় ওভার শেষে স্কোর ৭২/২।
পাওয়ার প্লেতে এক উইকেটের বিনিময়ে ৪০ রান তুলল পাঞ্জাব কিংস।
পরপর দুই বলে চার মেরেছিলেন। তৃতীয় বলেও বড় শট মারতে গিয়ে আট রানে আউট হয়ে সাজঘরে ফিরলেন বেয়ারস্টো। আরেকটু হলেই ক্যাচ ধরতে গিয়ে ম্যাক্সওয়েসল এবং কোহলির মধ্যে সংঘর্ষ হলেও হতে পারত। তবে ম্যাক্সওয়েল শেষ মুহূর্তে সরে যান। ১৭ রানে প্রথম উইকেট হারাল পাঞ্জাব কিংস।
নিজের প্রথম ওভারে যশ দয়াল মাত্র দুই রান খরচ করলেন। দুই ওভার শেষে পাঞ্জাব কিংসের স্কোর বিনা উইকেটে নয়। শিখর ধবন আট রান করেছেন। তবে জনি বেয়ারস্টো এখনও খাতাই খুলতে পারেননি।
চার মেরে ইনিংসর শুরুটা করলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধবন।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।
প্রেক্ষাপট
বেঙ্গালুরু: নতুন দল। নতুন মরশুম। তবে প্রথম ম্যাচেই এক দল মুখ থুবড়ে পড়েছে। চেন্নাই সুপার কিংসের (CSK) কাছে হেরে অভিযান শুরু হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)। অন্য দল প্রথম ম্যাচে হারিয়েছে শক্তিশালী প্রতিপক্ষকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস (PBKS)। সোমবার আইপিএলে মুখোমুখি সেই দুই দল। আরসিবি ও পাঞ্জাব কিংস। ম্যাচ আরসিবির ঘরের মাঠে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
প্রথম ম্যাচে চিপকে সিএসকে-র কাছে হেরে যাওয়ার পর আরসিবি টানা তিন ম্যাচ খেলবে ঘরের মাঠে। তবে ঘরের মাঠকে কোনওদিনই দুর্গ বানাতে পারেনি আরসিবি। তাই সোমবারও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের পরীক্ষাটা সহজ হবে না।
চিন্নাস্বামী স্টেডিয়াম পরিচিত পাটা উইকেটের জন্য। এই মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটে বড় রান ওঠাই দস্তুর। পাঞ্জাব কিংসের বিগহিটাররা যে বাইশ গজ দেখে উৎসাহিত হবেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মুস্তাফিজুরের অফকাটারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল আরসিবি-র ব্যাটিং। পাঞ্জাব কিংসেরও কিন্তু অর্শদীপ সিংহের মতো বাঁহাতি পেসার আছেন। তাঁর হাতেও রয়েছে অফকাটার। সঙ্গে সদ্য আয়ত্ত করেছেন লেগকাটার। যা বাঁহাতি পেসারকে আরও ধারাল করে তুলেছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে বোলারদের জন্য সেরকম সাহায্য থাকবে না ধরে নিলেও, অর্শদীপ ম্যাচ ঘুরিয়ে দেওয়াত দক্ষতার মালিক।
সিএসকে-র কাছে হারলেও, আরসিবি শিবিরকে আশার আলো দেখিয়েছে অনুজ রাওয়াতের পারফরম্যান্স। ৭৮/৫ হয়ে যাওয়ার পর রাওয়াত ২৫ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ব্যাট হাতে তিনি নিয়মিত রান পাওয়া মানে ডেথ ওভারে ঝড়ের গতিতে রান করার সমস্যা মিটে যাবে আরসিবি-র। গত মরশুমে ডেথ ওভারে রান করার নিরিখে দ্বিতীয় মন্থরতম দল ছিল আরসিবি।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে একটি বদল করার সম্ভাবনা রয়েছে আরসিবি-র। আলজারি জোসেফের পরিবর্তে খেলতে পারেন রিস টপলি। অন্যদিকে আগের ম্যাচের একাদশই ধরে রাখতে পারে পাঞ্জাব কিংস। প্রীতি জিন্তার দলের পেসার কাগিসো রাবাডার ঈর্ষণীয় রেকর্ড আরসিবির বিরুদ্ধে। ফাফ ডুপ্লেসিকে ১৩ বল করে মাত্র ১৬ রান খরচ করে দুবার আউট করেছেন। বিরাট কোহলিকে ২৪ বলে মাত্র ২৭ রান দিয়ে তিনবার আউট করেছেন। গ্লেন ম্যাক্সওয়েলকে ২০ বল করে ২৩ রান খরচ করে দুবার আউট করেছেন। দীনেশ কার্তিককে ১৯ বল করে মাত্র ১৪ রান দিয়ে তিনবার আউট করেছেন রাবাডা। সোমবারও তাঁর জ্বলে ওঠার সম্ভাবনা রয়েছে।
অন্য় দিকে, মহম্মদ সিরাজ, কর্ণ শর্মা ও ম্যাক্সওয়েলের বিরুদ্ধে দুশোর ওপর স্ট্রাইক রেট জনি বেয়ারস্টোর। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়েছিলেন। এই ম্যাচে কি সেই আক্ষেপ পুষিয়ে নেবেন বেয়ারস্টো? তবে অর্শদীপ ও হর্ষল পটেলের বিরুদ্ধে কোহলির ব্যাটিং রেকর্ড ঈর্ষণীয়। সোমবার কি কথা বলবে কোহলির ব্যাট?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -